ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিজের ভবিষ্যৎ ক্লাবের ওপর ছেড়ে দিলেন জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৮ ডিসেম্বর ২০২০  
নিজের ভবিষ্যৎ ক্লাবের ওপর ছেড়ে দিলেন জিদান

শাখতার দোনেৎস্কের কাছে চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচ হেরে যাওয়ার পর জিনেদিন জিদান দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ‘আমি পদত্যাগ করবো না, একদমই না।’ বুধবার বরুশিয়া মনশেনগ্লাদবাখের মুখোমুখি হওয়ার আগে সুর পাল্টালেন রিয়াল মাদ্রিদ কোচ। ক্লাব শেষ ষোলোতে পৌঁছাতে ব্যর্থ হলে তার চাকরি যে অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে, তা মানছেন ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

মনশেনগ্লাদবাখের বিপক্ষে রিয়ালকে জিততেই হবে। তবে ড্র করলেও শেষ ষোলোতে তারা উঠবে, যদি ইন্টার মিলান হারাতে পারে শাখতারকে। তবে ইন্টারের কাছে শাখতার হার এড়ালে রিয়ালের জন্য ড্রও যথেষ্ট হবে না। এমন পরিস্থিতিতে ক্লাবের সঙ্গে জিদানের চাকরিও অনিশ্চয়তার মুখে।

মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদানে তার ভবিষ্যৎ ক্লাবের ওপর ছেড়ে দিলেন, ‘ক্লাব তাই করবে, যা তাদের করা দরকার, যেমনটা সবসময় করে। আমি কেবল কালকের ম্যাচ নিয়েই ভাবছি। কিন্তু আমি ওটা (বরখাস্তের সম্ভাবনা) নিয়ে ভাবি না। অতীত অতীতের মতো থাক, গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বর্তমান ও ভবিষ্যৎ। দল হিসেবে আমরা কেমন, সেটা এই ম্যাচে দেখাতে হবে। আমি আশাবাদী একটি দল হিসেবে আমরা ভালো কিছু করবো।’

তৃতীয় স্থানে থাকলে রিয়ালকে খেলতে হবে ইউরোপা লিগ। তবে চারে গ্রুপের খেলা শেষ করলে এখানেই থামবে তাদের ইউরোপিয়ান ফুটবলের অভিযাত্রা। রিয়াল মিডফিল্ডার কাসেমিরোর মতে, শেষ ষোলোতে ওঠা না হলে একেবারে ইউরোপিয়ান মঞ্চ থেকে বিদায়ের চেয়ে তিনি ইউরোপা লিগ জেতার জন্য খেলতে চান। তবে জিদানে কেবল গ্লাদবাখের ম্যাচটি নিয়ে ভাবছেন, ‘আমি ইউরোপা লিগ নিয়ে চিন্তা করছি না। আমি আর কোনও কিছু (গ্লাদবাখের বিপক্ষে খেলা ছাড়া) ভাবছি না। খেলোয়াড়দের মনেও একই ভাবনা।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়