ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শততম ম্যাচে রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:০৯, ১৪ ডিসেম্বর ২০২০
শততম ম্যাচে রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসের হয়ে রোববার রাতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তিনি হতাশ করেননি ভক্ত-সমর্থকদের। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি রাঙিয়েছেন জোড়া গোল করে। আর তাতে জুভেন্টাসও পেয়েছে ৩-১ ব্যবধানের জয়। হারিয়েছে জেনোয়াকে।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন পর্তুগীজ তারকা। রোববার রাতে জেনোয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে দুটি গোল করেন তিনি। প্রথমটি করেন ৭৮ মিনিটে। পরেরটি ৮৯ মিনিটে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে সিরি’আ লিগে গোলের দুই অঙ্কের কোটা স্পর্শ করেন তিনি। ৮ ম্যাচে তিনি ১০ গোল করেছেন।

আরো পড়ুন:

জুভেন্টাসের হয়ে অপর গোলটি করেছেন পাওলো দিবালা (৫৭ মিনিটে)। আর জেনোয়ার হয়ে ৬১ মিনিটে একটি গোল শোধ দেন স্টেফানো স্তুরারো।

এই জয়ে ১১ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে জুভেন্টাস। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে জেনোয়া রয়েছে ১৯তম অবস্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়