ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে হেলাফেলা নয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৬ জানুয়ারি ২০২১  
ওয়েস্ট ইন্ডিজকে হেলাফেলা নয়

নিয়মিত ১০ জন খেলোয়াড়কে ছাড়া বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ জানুয়ারি তারা ঢাকায় পা রাখবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে। নতুন চেহারার অনভিজ্ঞ এই দলকে সমীহ না করা হবে ভুল। তাই তাদের হেলাফেলা করা যাবে না বললেন সাবেক অধিনায়ক ও বিসিবির কর্মকর্তা আকরাম খান।

করোনার কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, শেল্ডন কোট্রেল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ার। পারিবারিক কারণে আসছেন না ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডউরিচ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে গণমাধ্যমে নিজেদের হতাশা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে সফরকারীদের হেলাফেলা করার কারণ দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম।

সফরকারী বহরে কে আসছে কে আসছে না সেগুলো বিবেচনা করা ছেড়ে মাঠের ক্রিকেট মনোযোগী হওয়ার তাগিদ আকরামের। বুধবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো। ওদের কিছু নামকরা খেলোয়াড় আসছে না। প্রতিষ্ঠিত ক্রিকেটাররা আসছে না মানে এটা না যে ওয়েস্ট ইন্ডিজের অন্য খেলোয়াড়রা ওই পর্যায়ের না। ওদের মান কিন্তু অনেক ভালো।’

তবে বাংলাদেশ ভালো করবে আশাবাদী এই বোর্ড কর্মকর্তা, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কীভাবে খেলছেন। আপনার দলের খেলোয়াড়েরা কীভাবে খেলছে। তাদের শারীরিক ভাষা কেমন, ওরা ফর্মে আছে কিনা এসব গুরুত্বপূর্ণ। কিছুটা চিন্তায় আছি। সবশেষ টুর্নামেন্টে কোচও ছিল। সবার একটাই কথা হলো যে, মাঠের ভেতরে যারা থাকবে তাদের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। আশা করি বাংলাদেশ ভালো করবে।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে দুর্বল ভাবা ঠিক হবে না জানিয়ে আকরাম বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো টিমের সঙ্গেও আমরা জিতেছি। কিন্তু দুর্বল দলের সঙ্গেও যে জিতবো, এমন কোনও কথা নেই। জরুরি হচ্ছে আমাদেরকে ভালো খেলতে হবে। সেদিকেই আমরা মনোযোগ দিচ্ছি যেন আমরা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালোভাবে খেলতে পারি। আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে অনেকদিন পর আমরা টেস্ট ও ওয়ানডে  খেলবো। তাই দুই পক্ষের জন্যই বিষয়টি চ্যালেঞ্জিং। ওদের জন্যও যেমন চ্যালেঞ্জ, নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে ওরা নিজেদের শতভাগের চেয়েও বেশি দেবে। সেটা আমাদের জন্য আরও বড় একটা চ্যালেঞ্জ।’

দশ মাস পর ক্রিকেটাররা মাঠে ফিরবেন। ছেলেদের পারফরম্যান্স নিয়েও নিজেদের চিন্তার কথা জানান আকরাম। মাঠে ভালো ক্রিকেট না খেলা পর্যন্ত সেই চিন্তা থাকবে বলে জানান তিনি, ‘দেখেন এতদিন পর মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা কঠিন। গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা আছে তাদের পারফরম্যান্স বা ফর্ম নিয়েও কিন্তু আমরা আসলে অনেক চিন্তায় আছি। যেহেতু অনেক লম্বা সময় পর মাঠে নামছে, সবার পক্ষে তাদের সেরা খেলাটা কঠিন হবে। সেদিক থেকে আমরা খুবই চিন্তিত। আমাদের যেহেতু কিছু গুণগত খেলোয়াড় আছে, তারা ভালো না খেলা পর্যন্ত চিন্তা থাকবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়