ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অনুশীলন শুরু করে দিলেন সাকিব-তামিমরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৪২, ১৩ জানুয়ারি ২০২১
অনুশীলন শুরু করে দিলেন সাকিব-তামিমরা

অনুশীলনে সাকিব-মুশফিকরা। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আসার দিন মাঠে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। রোববার উইন্ডিজ সিরিজে ডাক পাওয়া প্রাথমিক দলের ২৪ ক্রিকেটার যোগ দেন অনুশীলনে। ব্যাটিং পরামর্শক জন লুইসকে ছাড়া জাতীয় দলের কোচিং স্টাফরা সবাই ছিলেন অনুশীলনে।

দীর্ঘদিন পর মিরপুরের সবুজ ঘাসে ফিরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কঠোর অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মাঠে ফিরে দারুণ খুশি নাজমুল হোসেন শান্ত, 'অনেক বেশি রোমাঞ্চিত। অনেক দিন পরে সবাই একসঙ্গে জাতীয় ক্যাম্পে আবার যোগ দিয়েছি। খুব ভালো একটা অনুশীলন সেশনও হয়েছে এবং উপভোগ করেছি।'

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানকে প্রথমবার জাতীয় দলের অনুশীলনে দেখা গেলো। তাই তো অনুশীলনের প্রাণভোমরা হয়ে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের অনুশীলনের শুরুটা ছিল বোলিং করে। ইনডোরের উইকেটে প্রায় ৪০ মিনিট তামিমকে বোলিং করেন। ফ্লাইট নিয়ে কাজ করেন তিনি। এরপর ইনডোরেই ঘণ্টাখানেক সময় দেন ব্যাটিংয়ে। কোচ রাসেল ডমিঙ্গো তাকে পরখ করেছেন পাশে থেকেই। শিষ্যকে দুই একবার ভুল ধরিয়ে দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ।

ওয়ানডে দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা চার দিনের অনুশীলন শেষে নিজেদের মধ্যে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে ১৪ ও ১৬ জানুয়ারি বিকেএসপিতে।

সফরকারীদের আতিথেয়তা দেওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হবে বিশ্বাস করেন নাজমুল। বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, 'আন্তর্জতিক ক্রিকেটে প্রায় এক বছর পর (দশ মাস) আমরা খেলবো। কিন্তু আমি মনে করি প্রস্তুতি ভালোই হইছে। কারণ শেষ একটা টুর্নামেন্ট খেলছি, প্রেসিডেন্টস কাপও আমরা সবাই খেলছি। আজকের অনুশীলনে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের প্রস্তুতি ম্যাচও হবে। ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।'

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এরপর করোনার আঘাতে ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল। ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়