ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদো-রামসি-দানিলোতে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:৫২, ১১ জানুয়ারি ২০২১
রোনালদো-রামসি-দানিলোতে জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৩-১ গোলে হারিয়েছে সস্যুলোকে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো। এই জয়ে এসি মিলানের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমেছে সাদা-কালো শিবিরের।

১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ১৭ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে এসি মিলান আছে শীর্ষে।

আরো পড়ুন:

ঘরের মাঠে সস্যুলোর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস। প্রথমার্ধের যোগ করা সময়ে সস্যুলোর পেদ্রো ওবিয়াং বাজে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় সস্যুলো।

দ্বিতীয়ার্ধে এই দশজনের দলের বিপক্ষে তিনটি গোল করে জুভেন্টাস। ৫০ মিনিটে প্রথম গোলটি করেন দানিলো। অবশ্য এর ৮ মিনিটের মাথায় সস্যুলোর গ্রেগরি দেফরেল গোল করে সমতা ফেরান।

৮২ মিনিটে রামসি গোল করে এগিয়ে নেন জুভেন্টাসকে। এটা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল। আর ম্যাচের যোগ করা সময়ে পর্তুগীজ সুপারস্টার রোনালদো গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এটা ছিল সিরি’আ লিগের চলতি মৌসুমে রোনালদোর ১৫তম গোল। যা চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়