ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০ জনের করোনায় বন্ধ চেলসির অ্যাকাডেমি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১১ জানুয়ারি ২০২১  
২০ জনের করোনায় বন্ধ চেলসির অ্যাকাডেমি

করোনাভাইরাস মহামারিতে ২০ জন আক্রান্ত হওয়ার পর চেলসি তাদের অ্যাকাডেমি ভবন বন্ধ করে দিয়েছে। এক সপ্তাহের জন্য খেলোয়াড় ও কোচদের বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে তারা।

অবশ্য কোবহ্যামে আলাদা সুরক্ষা বলয়ে থাকার কারণে এর প্রভাবমুক্ত থাকছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম দল ও এমা হায়েসের নারী দল।

চেলসি এই পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করবে এবং আক্রান্তদের সরকারি গাইডলাইন অনুযায়ী বাসায় সেল্ফ আইসোলেশনে রাখা হচ্ছে।

অ্যাকাডেমির অনূর্ধ্ব-২৩ দলের সব খেলোয়াড়কে নিয়মিত পরীক্ষার মধ্যে রাখায় আক্রান্ত শনাক্তের হার বেড়ে চলেছে। অবশ্য অ্যাকাডেমি বন্ধের খবর এলো তখন, যখন ক্রিসমাস ও নতুন বছরের জন্য দুই সপ্তাহের ছুটিতে খেলোয়াড়রা।

এই সময়ের মধ্যে প্রথম দলে কয়েকজন অ্যাকাডেমি তারকাকে এফএ কাপ খেলতে ডেকেছিলেন ল্যাম্পার্ড। কিন্তু মোরেকাম্বের বিপক্ষে জয় পাওয়া ওই দলে থাকা যুব খেলোয়াড়দের কেউ আক্রান্ত হননি।

ট্রেনিংয়ে আর এক সপ্তাহ পর যোগ দেবে খেলোয়াড়রা। তাদের ফেরার আগে ভবনটি পুরোপুরি জীবাণুনাশক করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়