ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টির ফাইনালে টেক রিপাবলিক ও এসপিজেড অ্যাকুয়াটিকস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২২, ৩০ জানুয়ারি ২০২১
ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টির ফাইনালে টেক রিপাবলিক ও এসপিজেড অ্যাকুয়াটিকস

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও ফিরোজ আলম

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শনিবার মুখোমুখি হবে টেক রিপাবলিক ও এসপিজেড অ্যাকুয়াটিকস। সিটি ক্লাব মাঠে দুপুর ১২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র টিভি চ্যানেল টি স্পোর্টস।

শুক্রবার একই মাঠে দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে টেক রিপাবলিক ৬ উইকেটে লায়লা গ্রুপকে এবং দ্বিতীয় সেমিফাইনালে এসপিজেড অ্যাকুয়াটিকস ৪৬ রানে কেটুএম গ্রুপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টেক রিপাবলিক ও লায়লা গ্রুপ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লায়লা গ্রুপ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে টেক রিপাবলিক ১৭.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন আব্দুর রহমান। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আকরাম। ওয়ালটন সেরা ফিল্ডার নির্বাচিত হন অপূর্ব।

একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় এসপিজেড অ্যাকুয়াটিকস ও কেটুএম গ্রুপ। ম্যাচে ৪৬ রানে জয় পায় এসপিজেড অ্যাকুয়াটিকস। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এসপিজেড অ্যাকুয়াটিকস ৫ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে কেটুএম গ্রুপ সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে গুটিয়ে যায়।

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাইয়াজ বিন সাজ্জাদ। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাসনিম তানিম। ওয়ালটন সেরা ফিল্ডার নির্বাচিত হন তনু।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়