ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘কখনও পার্টি করা বন্ধ করবো না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২ ফেব্রুয়ারি ২০২১  
‘কখনও পার্টি করা বন্ধ করবো না’

বর্তমান সময়ের অন্যতম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মাঝেমধ্যে তুলনা করা হয় তাকে। পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করলেও সমালোচনাও শুনতে হয় মাঠে ও মাঠের বাইরের কর্মকাণ্ডে। মাঠে অবৈধভাবে রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার জন্য অপ্রয়োজনীয় ডাইভ দেন। বিলাসবহুল পার্টি সংস্কৃতির কারণেও কম কথা শুনতে হয়নি। অনেকের দাবি, এখনও বড় হয়ে ওঠেননি। বলা হচ্ছে নেইমারের কথা। এসব সমালোচনায় কিছুই যে যায় আসে না, তা আবারও স্পষ্ট বুঝিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার বললেন, নিন্দুকরা যা-ই বলুক না কেন কোনোদিন পার্টি করা বন্ধ করবেন না। নেইমার বলেছেন, ‘পার্টি করতে কে না পছন্দ করে? প্রত্যেকে চায় মজা করতে। আমি জানি কখন আমি যেতে পারি, কখন এটা করতে হয় আর করতে হয় না, তা জানি। লোকেরা যা মনে করে আমি তার বিপরীত, তারা মনে করে আমি অপরিপক্ক, কী করতে হয় আমি জানি না।’

সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে সৈকতের সামনে অবস্থিত বাড়িতে নতুন বছরের সপ্তাহব্যাপী পার্টিতে দেড়শ জনকে নিমন্ত্রণ করেছিলেন নেইমার। অবশ্য তা গুঞ্জন বলে উড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাছাড়া তার সামাজিক জীবনের কারণে মাঠের পারফরম্যান্স বাধাগ্রস্ত হচ্ছে মানতে নারাজ।

২০১৭ সালের আগস্টে বার্সা থেকে পিএসজিতে এসে তিনটি লিগ ওয়ান জয়ী নেইমার বলেছেন, ‘আমি ফুটবল খেলছি কয়েক বছর ধরে। আপনি যদি শুধু ফুটবল নিয়েই শতভাগ মাথা ঘামান, আমার মতে সেটার পরিণতি হবে ভয়াবহ। এখানে আমি একটু সতেজ হই, মনটা ফুরফুরে করি। আমি কোনোদিন এটা (পার্টি) করা থামাবো না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়