ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ জিল্যান্ড সফরের দল ঘোষণা শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২১
নিউ জিল্যান্ড সফরের দল ঘোষণা শুক্রবার

২৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এর আগে শুক্রবার ঘোষণা করা হবে নিউ জিল্যান্ড সফরের দল। এ খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচকরা। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী ও পরিচালক মাহবুব আনাম ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আজ আমাদের দল ঘোষণার কথা ছিল। আমরা সব প্রস্তুত করে রেখেছি। এটা পরশু (শুক্রবার) সকালে দেবো। বৃহস্পতিবার খেলোয়াড়রা করোনা ভ্যাকসিন নেবেন।’

নির্বাচক ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। প্রায় ৪৫ মিনিট তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। 

ওই বৈঠক নিয়ে প্রধান নির্বাচক যোগ করেন, ‘সার্বিক সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজে ভালো খেলেছি, টেস্ট সিরিজে ভালো খেলিনি। সামনের সিরিজ যেন ভালো খেলতে পারি এটাই খেলোয়াড়দেরকে বলা হবে।’

এদিকে বিসিবির পরিচালক নাঈমুর রহমান দূর্জয় বলেন,'আমরা খোলামেলা আলাপ-আলোচনা করেছি। এর আগের কিছু সিরিজ, বাংলাদেশ দলের ব্যাপার ছিল। সেখানে আমাদের ডেভেলপমেন্ট, এইচপি, সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সিরিজ, সবকিছু নিয়েই কথা হয়েছে।'

'বেশ কিছু ব্যাপার আছে, আমাদের খেলোয়াড়দের প্রাপ্যতা, সামনের সিরিজগুলোয় বোর্ডের পলিসি কী হবে, এসব কথা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হয়নি। কার চোখে কীভাবে ধরা পড়েছে, কার মাথায় কী এসেছে, কী করলে ভালো হতো, এসব আলোচনা হয়েছে। সবার মাথা থেকে সবার আইডিয়া শেয়ার করা হয়েছে।'

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়