ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লুকাকু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২১  
৭১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লুকাকু

প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি মিলান ডার্বিতে গোল করলেন রোমেলু লুকাকু। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে ইন্টার মিলানের তৃতীয় গোলটি করে ইতিহাসের পাতায় নাম লিখলেন বেলজিয়ান ফরোয়ার্ড।

৩-০ গোলে জিতে ইন্টার নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে সিরি আ’র শীর্ষস্থান মজবুত করলো। একই ম্যাচ দিয়ে লিগের এই আসরের সর্বোচ্চ গোলের তালিকায় এক নম্বরে জায়গা করে নিলেন লুকাকু।

আরো পড়ুন:

২০১৯ সালের আগস্টে ক্লাব রেকর্ড ৮ কোটি ইউরো ফিতে ম্যানইউ থেকে ইন্টারে পাড়ি জমান লুকাকু। ২১ সেপ্টেম্বর সিরি আ’য় মিলানের মাঠে প্রথম ডার্বিতেই গোল করেন তিনি। এরপর আরও চার ম্যাচ খেলে প্রত্যেকটিতে পেয়েছেন জালের দেখা। তাতে ১৯৫০ সালে বেনিতো ভেলেনো লরেঞ্জির টানা চার মিলান ডার্বিতে গোলের রেকর্ড ভেঙেছেন লুকাকু।

এখন সিরি আ’র শীর্ষ গোলদাতা লুকাকু। ১৭ গোল করে পেছনে ফেলেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ডের দলকে এবার বেশ পেছনে রেখেছে ইন্টার (৫৩)। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে জুভেন্টাস (৪২) ষষ্ঠ স্থানে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়