ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিম একাদশকে উড়িয়ে দিলেন নাজমুল-লিটনরা 

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৬ মার্চ ২০২১   আপডেট: ২০:১০, ১৬ মার্চ ২০২১
তামিম একাদশকে উড়িয়ে দিলেন নাজমুল-লিটনরা 

নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে উড়িয়ে দিয়েছে নাজমুল একাদশ। মুশফিক-লিটন-মেহেদীর অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটের বড় জয় নিয়ে নাজমুলরা মাঠ ছাড়েন।

জন ডেভিস ওভালে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হয়। আগে ব্যাটিং করে তামিমরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান করে।

তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। নিউ জিল্যান্ডের স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহ্যানের ব্যাট থেকে আসে অপরাজতি ৪৬ রান। এ ছাড়া শেখ মেহেদী ৩৮, মাহমুদউল্লাহ ৩৫, সৌম্য সরকার ২৮ ও নাঈম শেখ ১২ রান করেন।

নাজমুল একাদশের হয়ে ৪২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রুবেল হোসেন। ১টি উইকেট নেন সাইফউদ্দিন। 

২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নাজমুল একাদশ। একজন ছাড়া সবাই ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। নাজমুল হোসেন শান্ত ৪০ করে রিটায়ার্ড হন। এরপর মুশফিকুর রহিম দারুণ খেলতে থাকেন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে। মিরাজ হাফসেঞ্চুরি করে রিটায়ার্ড হলে সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৫৪ রান করে মুশফিক ও ১৬ রানে সাইফউদ্দিন অপরাজিত ছিলেন। তামিম একাদশের হয়ে ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

কুইন্সটাউনে প্রথম দিনের অনুশীলনে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান মোসাদ্দেক। তাকে সেরে ওঠার সময় দিতে প্রস্তুতি ম্যাচের দল থেকে বাইরে রাখা হয়েছে। এ জন্য মাঠে নামতে পারেননি তিনি। 

বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম হওয়ায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়। 

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন,  নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউ জিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়