ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ খেলে আত্মবিশ্বাসী মিরাজ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৬ মার্চ ২০২১   আপডেট: ২০:৪৬, ১৬ মার্চ ২০২১

নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে দারুণ খেলেছেন মুশফিক-মিথুনরা। বল হাতে সফল রুবেল হোসেন। এই প্রস্তুতি ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ জানালেন, এই খেলা তাদের আত্মবিশ্বাস যোগাবে অনেক। 

মঙ্গলবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ম্যাচ শেষে মিরাজ বলেন, 'সবাই খুব ভালো ও প্রাণবন্ত ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। ব্যাটসম্যানরা খুব আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছে। আমি মনে করি এই প্রস্তুতি ম্যাচটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।'

এই ম্যাচে তামিম একাদশ-নাজমুল একাদশে ভাগ হয়ে লড়েন ক্রিকেটাররা। হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস ও মিরাজ। লিটন ও মিরাজ ফিফটি করে রিটায়ার্ড হার্ট হন। এ ছাড়া ৪০ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিংয়ে মুশফিক-মিথুনরা দারুণ খেললেও বোলিংয়ে একমাত্র সফল বোলার রুবেল। দুই ইনিংসে পড়েছে ৬ উইকেট। তার মধ্যে রুবেল একাই ৪২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। তবুও বোলাররা ভালো পারফর্ম করেছেন মত মিরাজের, ‘প্রথম সকালে আবহাওয়াটা বোলারদের অনূকূলে ছিল। একটু মেঘলা আবহাওয়া ছিল। বিশেষ করে আমাদের টিমের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। রুবেল ভাই চার উইকেট পেয়েছেন, খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছেন। সাইফউদ্দিন এবং শরিফুল আর আমাদের অন্য যে পেস বোলার আছে, সবাই খুব ভালো জায়গায় বল করেছে।'

নিজের বোলিং নিয়েও কথা বলেন মিরাজ। এই স্পিনার জানান, ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে থেকে কাজ করছেন। মিরাজ বলেন, 'আমি যতটুকু চেষ্টা করেছি, লাইন লেন্থ ঠিক রেখে ভালো জায়গায় বল করার জন্য এবং কিছু ভিন্নতা নিয়ে কাজ করছিলাম ড্যানিয়েলের সঙ্গে। কীভাবে করলে বল ভালো হবে, এ নিয়ে তিনি আমাকে ২-১টা পরামর্শ দিয়েছিলেন, সেটা মেনে আমি ম্যাচে তা প্রয়োগের চেষ্টা করেছি।'

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়