ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জয়ের তীব্র ক্ষুধা বাংলাদেশের, লড়াই এবার টি-টোয়েন্টিতে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৭ মার্চ ২০২১  
জয়ের তীব্র ক্ষুধা বাংলাদেশের, লড়াই এবার টি-টোয়েন্টিতে

ওয়ানডে ক্রিকেট নিয়ে বাংলাদেশের সব গর্ব। এ ফরম্যাটে বাংলাদেশ যতটা পেশাদারিত্ব, নিবেদন, ধারাবাহিক এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে অন্য কোনো ফরম্যাটে পারেনি। তাইতো গর্বের জায়গায় আঁচড় লাগলেই এলোমেলো হয়ে যায় সব। এবার তো শুধু আঁচড় লাগেনি। মাহমুদউল্লাহর ভাষায়, ‘আউটপ্লেইড।’ যার বাংলা অর্থ দাড়ায়, উড়ে যাওয়া! 

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দলগতভাবে হতশ্রী ছিল। টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ দলগতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানালেন। হ্যামিল্টনে রোববার সকাল ৭টায় নিউ জিল্যান্ডের আতিথেয়তা নেবে বাংলাদেশ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী কন্ঠে মাহমুদউল্লাহ বলেন, ‘দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমত করতে পারি তাহলে যে কোনো দলকে হারাতে পারব। এটা আমাদের বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো করবে তাদের পক্ষেই ভালো করা সম্ভব।’

একই সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলায় জোর দিলেন মাহমুদউল্লাহ। তার ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরণের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। ’

নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে কখনোই কোনো ম্যাচ জিতেনি। বাংলাদেশ একাধিকবার নিউ জিল্যান্ডের বাইরে তাদেরকে ওয়ানডেতে হারালেও কখনোই টি-টোয়েন্টিতে পারেনি। দুই দলের সাত মুখোমুখিতে বাংলাদেশ হেরেছে প্রত্যেকটিতেই। 

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বলছে না। সাম্প্রতিক ফর্মও বাংলাদেশের বিপক্ষে। তবুও ভালো কিছুর আশা করছেন অধিনায়ক। কারণ একটাই, দলে রয়েছে সামর্থবান ক্রিকেটার। যারা নির্দিষ্ট দিনে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করলেই জয় ধরা দেবে। সেই চ্যালেঞ্জ নিতে এবং মানসিকভাবে এগিয়ে থাকার রসদ দিলেন মাহমুদউল্লাহ। 

তার ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে যে কারও হাত ধরে জয় পাওয়া যতে পারে। আমাদেরকে ওয়ানডে সিরজের ফল ভুলে এগিয়ে যেতে হবে। নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই। নিউ জিল্যান্ডকে যদি নিউ জিল্যান্ডকে হারাতে চান তাহলে যে চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি। ছোট ছোট সুযোগ কাজে লাগাতে হবে। ম্যাচটা পূর্ণ মনোযোগে খেলতে হবে। তাহলেই পার্থক্য গড়া সম্ভব।’ 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়