ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিনিয়রদের ওপর নির্ভরতা দুশ্চিন্তার: তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৮ মে ২০২১  
সিনিয়রদের ওপর নির্ভরতা দুশ্চিন্তার: তামিম

দল যখন খাদের কিনারায় তখন মুশফিকুর রহিম হাল ধরছেন। তামিম ইকবাল দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন। মাহমুদউল্লাহ শেষটা রাঙাচ্ছেন। সাকিব আল হাসান ব্যাট-বলে নিজের অবস্থান জানান দিচ্ছেন। জাতীয় দলের এ চার সিনিয়রের পারফরম্যান্স দেখা মিলছে হরহামেশা। 

তারা সাফল্যের রূপকার, জয়ের নায়ক। কিন্তু তাদের পর যারা আছেন তাদের পারফরম্যান্স আসছে কালেভাদ্রে। দায়িত্ব নিতে পারছেন না, ভরসা হয়ে উঠছেন না। কখনো দল থেকে বাদ পড়ছেন। আবার ফিরে আসছেন। কিন্তু সেই পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তারা।

বোলারদের থেকে ব্যাটসম্যানদের দায়টা যেন বেশি। লিটন, মিথুন, মোসাদ্দেক, সৌম্যরা সামর্থ্যবান হলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। বাবরার সুযোগ পাচ্ছেন কিন্তু নিজেদের জায়গা থিতু করতে পারেন না। তাদের এমন পারফরম্যান্সে উদ্বিগ্ন বিসিবি।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে হারের পর অধিনায়ক তামিম ইকবালও নিজের উদ্বেগ প্রকাশ করেন। পুরস্কার বিতরণী মঞ্চে বলেন, ‘সিনিয়রদের ওপর নির্ভরতা দুশ্চিন্তার, কিন্তু আমি সবসময়ই তরুণদের উপর ভরসা রাখি। আমি তাদের দিকে আঙুল তুলি না কারণ আমি জানি তারা কতটা পরিশ্রম করে। তারা পারফর্ম করলে আমরা দল হিসেবে আরও ভাল হবো কিন্তু সমালোচনা করা সব সময়ই সহজ। আমি এমন কেউ নই যে নিজেদের খেলোয়াড়দের সমালোচনা করবে।’

শেষ ম্যাচে সিনিয়রদের মধ্যে মাহমুদউল্লাহর ব্যাট হেসেছে। মোসাদ্দেকও পেয়েছেন ফিফটি। কিন্তু কেউ ইনিংস বড় করতে পারেননি। মুশফিক, তামিম, সাকিবরা আজ জ্বলে উঠতে পারেননি। তাতে বাংলাদেশ শ্রীলঙ্কার দেওয়া ২৮৭ রান তাড়া করতে নেমে হেরেছে ৯৭ রানের বিশাল ব্যবধানে। এমন ম্যাচ হারের পর হতাশ তামিম, ‘গত ম্যাচের পর এবং এ ম্যাচের শুরুতে আমি যেমনটা বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু একবারও নিখুঁত ম্যাচ খেলিনি। আমরা এই সিরিজে আমাদের সম্ভাবনার পুরোটা দিয়ে খেলতে পারিনি। সিরিজ জেতার পর আমি বলতে পারি যে আমাদের কাজ করার মতো কিছু জায়গা আছে।’

শ্রীলঙ্কার কুশল পেরেরা পেয়েছেন সেঞ্চুরি। দুষমন্ত চামিরা নিয়েছেন ৫ উইকেট। তাতে জয় ধরা দিয়েছে সহজে। অতিথিদের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘ওরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এ ম্যাচে এসেছিল এবং আমরা তাদের সেটি করতে সাহায্য করেছি। আমরা বেশি শর্ট বল করেছি। আমরা আমাদের সুযোগগুলি নেইনি, গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলেছি এবং আমাদের হয়তো ৩০ রান কম তাড়া করতে হতো।’

তামিমের অধীনে বাংলাদেশ ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ জিতল। দুটি বিশ্বকাপের সুপার লিগের সিরিজ। দুই সিরিজে ৬ ম্যাচে ৫টি জিতে ৫০ পয়েন্ট বাংলাদেশের। সামনে আরও বড় কিছু পাওয়ার ইচ্ছা বাংলাদেশের দল নেতার, ‘আমি ব্যক্তিগত ও দলের নেতা হিসেবে অনেক কিছু অর্জন করতে চাই।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়