ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

সাইফুদ্দিনের ব্যাট ভেঙে এস এ পরিবহন বলছে, এটা দুর্ঘটনা!

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৬, ১ জুলাই ২০২১
সাইফুদ্দিনের ব্যাট ভেঙে এস এ পরিবহন বলছে, এটা দুর্ঘটনা!

শখের জিনিষ যার নষ্ট হয় সেই বোঝে ব্যথা। তেমনই কষ্টে পুড়ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে ব্যাট নিয়ে পড়েছেন ভোগান্তিতে। ব্যাটটা একটু ঠিকঠাক এবং টিউনিং করার জন্য পাঠিয়েছিলেন রাজশাহীতে। কিন্তু ঠিক তো হলোই না, উল্টো ভেঙ্গে টুকরা ব্যাট!

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের মাধ্যমে সামান্য মেরামতের জন্য সাইফউদ্দিন দুটো ক্রিকেট ব্যাট পাঠিয়েছিলেন রাজশাহীতে। ফিরে পেলেন ভাঙ্গা ব্যাট।

এই প্রসঙ্গে রাইজিংবিডিকে সাইফউদ্দিন জানান, 'ভাই কী বলবো, আমি দুটো ব্যাট রাজশাহীতে পাঠিয়েছিলাম এস এ পরিবহনের মাধ্যমে। সাকিব ভাইয়ের কাছ নেওয়া একটা ব্যাটের দাম ৪০ হাজার টাকা আরেকটার মূল্য ৩৫ হাজার টাকা। কিন্তু এই পরিবহনের সময় আমার ব্যাট ভেঙে ফেলে এস এ পরিবহন। এখন তারা বলছে এটা দুর্ঘটনা। এখন আমার ব্যাট তারা ঠিক করে দিচ্ছে না। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। বলছে দরখাস্ত দেন। এখন লক-ডাউন চলছে, কদিন পর জিম্বাবুয়ে সফরে যাবো। এখন কী করব বুঝতেছি না। তাদের মাধ্যমে যেহেতু ব্যাটটা নষ্ট হয়েছে তাই দায় তো তাদেরই নেওয়া উচিৎ। কিন্তু এস এ পরিবহন এর দায় নিতে চাচ্ছে না। বিভিন্ন অজুহাত দিচ্ছে।’

আরো পড়ুন:

এদিকে ফেনী এস এ পরিবহনের ম্যানেজার আতিকুর রহমান রাইজিংবিডিকে জানিয়েছেন সাইফউদ্দিন লিখিত আকারে অভিযোগটা জানালে তারা ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, 'আমরা সাইফউদ্দিন সাহেবকে বলেছি লিখিত আকারে বিষয়টি জানাতে। উনি জানালে প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। কারণ দুর্ঘটনার মধ্যে জিনিষটা নষ্ট হয়েছে, আমাদের কোনো হাত ছিল না।' এই ব্যাট ভাঙ্গার ক্ষতিপূরণ প্রসঙ্গে কোন সদত্তর দিতে পারেননি এস এ পরিবহনের এই কর্তা। তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আমার নেই। লিখিত আকারে দিলে প্রতিষ্ঠান ভেবে দেখতে পারে কী করবে।'

ঢাকা/ রিয়াদ/এমএম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়