ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেমিতে আর্জেন্টিনার নায়ক গোলকিপার মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৭ জুলাই ২০২১   আপডেট: ১২:২৫, ৭ জুলাই ২০২১
সেমিতে আর্জেন্টিনার নায়ক গোলকিপার মার্টিনেজ

এক মার্টিনেজের গোলে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দারুণ শুরু করেছিল আর্জেন্টিনা। আরেক মার্টিনেজের অবিচ্ছেদ্য দেয়ালে শেষ হাসি হাসে আলবিসেলেস্তেরা।

কলম্বিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ড অ্যাসিস্টের দিনে লাউতারো মার্টিনেজ ম্যাচের ৭ মিনিট না পেরোতেই এগিয়ে দিয়েছিলেন দলকে। ৬১ মিনিটে লুইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া। শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। কোপার নিয়মানুযায়ী ছিল না অতিরিক্ত সময়।

৯০ মিনিটজুড়ে নায়ক মেসি-লাউতারো মার্টিনেজ থাকলেও টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর কয়েক মিনিটের নায়ক ইমিলিয়ানো মার্টিনেজ। গোলবারের সামনে যেনো গড়েছিলেন দূর্গ। ডানে-বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে মেসিদের নিয়ে গেছেন স্বপ্নের ফাইনালে।

কলম্বিয়ানদের ৫টি শটের মধ্যে ৩টি শটই রুখে দিয়েছেন মার্টিনেজ। কারদোনার নেওয়া সর্বশেষ শট যখন বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন তখনো বুঝতে পারেননি; আসলে কী হয়েছে। মুহূর্তেই সবুজ সংকেত পেয়ে মেতে ওঠেন বাঁধনহারা উল্লাসে।

রোমাঞ্চকর টাইব্রেকারের শুরুটা করেন কুয়াদ্রাদো। দারুণ শটে মার্টিনেজকে ফাঁকি দিয়ে পাঠান জালে। আর্জেন্টিনার হয়ে শুভ সূচনা এনে দেন মেসি। তার বুলেট গতির শট কলম্বিয়ান গোলরক্ষক ওসপিনা বোঝার আগেই উঁচু দিয়ে জড়ায়  জালে। (১-১)

সানচেজের দ্বিতীয় শট রুখে দেন মার্টিনেজ। ডান দিকে মাটিতে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শট। মার্টিনেজ গোল বাঁচিয়ে দিলেও আর্জেন্টিনা এগিয়ে দিতে পারেননি ডি পল। তিনি মেরে দেন বারের বাইরে। (১-১)

এবার মিনার নেওয়া তৃতীয় শটও রেখে দেন মার্টিনেজ। ডানদিকে মারতে চেয়েছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার; কিন্তু মার্টিনেজের ব্লক ভেদ করে জাল ছুঁতে পারেনি বল। টানা তিনটি মিস হওয়ার পর পারাদেস গোল দিয়ে এবার এগিয়ে দেন আর্জেন্টিনাকে; তিনি ভুল করেননি। (২-১)

টানা দুটি মিসের পর কলম্বিয়া এবার আর ভুল করেনি। চতুর্থ শটে বোর্জা গোল দিয়ে স্বস্তি এনে দেন শিবিরে। তমে বেশিক্ষণ টেকেনি সেই স্বস্তি; লাউতারো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। (৩-২)

৩-২ সমীকরণ হওয়াতে কলম্বিয়ার পঞ্চম শট রুখতে পারলেই ফাইনালে আর্জেন্টিনা। তাই হলো; বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেলেন মার্টিনেজ! ৫টি শটের মধ্যে রুখে দিয়েছেন ৩টি শটই!

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়