ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোপার ফাইনাল নিয়ে দেশের ক্রিকেটার-ফুটবলারদের ভাবনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৮:০৯, ১০ জুলাই ২০২১
কোপার ফাইনাল নিয়ে দেশের ক্রিকেটার-ফুটবলারদের ভাবনা

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মানে অন্যকিছু। আর তা যদি হয় ফাইনাল, তাহলে তো কথাই নেই। সব কাজ ছেড়েছুড়ে এই ম্যাচ নিয়েই ভাবনা। রোববার (১১ জুলাই) সকাল ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলার ও ক্রিকেটারদের ভাবনা তুলে ধরা হলো রাইজিংবিডির পাঠকদের জন্য।

এই আলোচনায় সমর্থনের বাইরে শক্তি আর দুর্বলতার বিচারেও চার ফুটবলার ও ক্রিকেটার জানিয়েছেন সম্ভাবনার কথাও। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো। 

তপু বর্মণ (ফুটবলার) 

আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। কালকের ম্যাচটা হবে একদম ফিফটি ফিফটি ম্যাচ। কারণ আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইন ভালো ফর্মে আছে, মিডফিল্ডে ভালো করছে। ডিফেন্সে যারা আছেন, তারা চেষ্টা করছেন ভালো খেলার।

আর ব্রাজিল মোটামুটি সব দিকেই ভালো। সব কিছু মিলিয়ে কালকের ম্যাচ ফিফটি-ফিফটি। যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে।

আন্তর্জাতিক ট্রফি মেসির জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি মেসি এটা দিয়ে শুরু করবে; সামনে বিশ্বকাপ আছে। আমি মনে করি তিনি সেরাটা দিয়ে খেলবেন। তাকে অসাধারণ ফুটবল খেলতে হবে। আর স্বাগতিক হিসেবে ব্রাজিল চাপে থাকবে।

সাদ উদ্দিন (ফুটবলার)

আসলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির জন্যই। আমি চাই আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতুক। মেসি তার জীবনে সব কিছু অর্জন করেছেন, কিন্তু আন্তর্জাতিক কোনও ট্রফি দেশের হয়ে জিততে পারেননি। এজন্য আমি চাই আর্জেন্টিনা ম্যাচটা জিতুক।

ফুটবলার হিসেবে আমি যদি বলি, ম্যাচটা হবে ফিফটি ফিফটি। ব্রাজিল অনেক এগিয়ে এটা মানতে হবে; কিন্তু মেসি এখন সেরা ফর্মে আছেন। মেসি যদি এই পারফরম্যান্স ব্রাজিলের বিপক্ষে ধরে রাখতে পারেন, তাহলে সম্ভাবনা আছে। আর ডি মারিয়া, লাউতারো মার্তিনেজরা যদি মিস না করেন তাহলে জেতা সহজ হবে।

মোহাম্মদ আশরাফুল (ক্রিকেটার) 

আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আগে থেকেই। এবারের কোপা আমেরিকা আমার দেখা হয়নি। তবে এবার ফাইনালটা হয়তো দেখবো। অবশ্যই মনে করি আর্জেন্টিনা এবার ট্রফি জিতবে। আর আমি চাই মেসি অন্তত একটা ট্রফি জিতুক। আশা করি এবার স্বপ্ন পূরণ হবে।

তারেক আজিজ (সাবেক ক্রিকেটার)

আমি ম্যারাডোনার ভক্ত। সেখান থেকে আর্জেন্টিনা। আর এখন মেসি। মেসির প্রতি এখন ভালোবাসা, মনে প্রাণে আর্জেন্টিনা। সেটা ট্রফি জিতি আর না জিতি। আমাদেরকে অনেকেই খোঁচায় ট্রফি জিততে পারি না; তাও মনে প্রাণে চাই আর্জেন্টিনা জিতুক।

আমরা আর্জেন্টিনার অন্ধ ভক্ত। সেখানে অন্য কোনও অপশন নাই। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে, এভাবে যদি খেলে তাহলে ব্রাজিলের সঙ্গে হারতে হবে। মেসির ফর্ম থেকে কিছুটা আশা করা যায়; তার যে নিবেদন দেখেছি তা থেকে কিছু হলেও হতে পারে। আর আর্জেন্টিনার যে বন্ধনটা দেখেছি তা থেকে মনে হয় কিছু একটা করে দেখাতে পারে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়