ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দীর্ঘ মেয়াদে প্রিন্সকে নিয়োগের কথা ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৬ জুলাই ২০২১   আপডেট: ০৭:৪৩, ২৭ জুলাই ২০২১
দীর্ঘ মেয়াদে প্রিন্সকে নিয়োগের কথা ভাবছে বিসিবি

অ্যাশলে প্রিন্স

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাটিং কোচকে শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। তার কাজে সন্তুষ্ট হওয়ায় তাকে দীর্ঘ মেয়াদে রেখে দেওয়ার ভাবনা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

প্রিন্সকে এরই মধ্যে চুক্তি বাড়ানোর প্রস্তুাব দেওয়া হয়েছে। তার সিদ্ধান্ত জানার পর চুক্তি করবে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সোমবার (২৬ জুলাই) দুপুরে রাইজিংবিডিকে বলেন, ‘আমরা প্রিন্সের কাজে সন্তুষ্ট। দলে যারা ছিলেন, তারা প্রত্যেকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি অভিজ্ঞ একজন কোচ। আমরা চাই তিনি আমাদের সঙ্গে থাকুক। এজন্য দীর্ঘ সময় তাকে পেতে আমরা আগ্রহী। শিগগিরিই চূড়ান্ত কিছু জানা যাবে।’

জন লুইসের জায়গায় যুক্ত হয়েছিলেন প্রিন্স। শ্রীলঙ্কা সিরিজের পর ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।

প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে ১১৯ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪৬৮৮। কোচিং লেভেল থ্রি শেষ করেছেন ৪৪ বছর বয়সী। এর আগে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়