ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপের আগে বিসিবির নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১ সেপ্টেম্বর ২০২১  
বিশ্বকাপের আগে বিসিবির নতুন কমিটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হবে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। এর আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বর্তমান কমিটি।

বুধবার (১ সেপ্টেম্বর) বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। আমরা চাচ্ছি অক্টোবরে। বিশ্বকাপ সামনে, তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’ 

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। সেপ্টেম্বরে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হচ্ছে।

গত ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, এবারের নির্বাচনে চমক আসবে। আজ বোর্ড মিটিং শেষেও একই কথা বলেছেন তিনি, ‘অনেক কিছুই আসবে যা আগে কখনো হয়নি বা নতুন কিছু। নির্বাচনে ভিন্নতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আসবে। তবে এটা আজ ঘোষণা করছি না। নির্বাচন কমিশনার যখন কাজ শুরু করবেন তখনই জানতে পারবেন, পরির্তন দেখতে পারবেন।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়