ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবদের আউটের ধরনে ভুল দেখেন না ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২১  
সাকিবদের আউটের ধরনে ভুল দেখেন না ডমিঙ্গো

এক রানের ব্যবধানে আউট লিটন ও মেহেদী। সাকিব ব্যাটিংয়ে গেলেন চার নম্বরে। এজাজ প্যাটেলকে কী মনে করে প্রথম বলেই মিড উইকেট দিয়ে উড়াতে চাইলেন। এগিয়ে এসে টাইমিং মেলাতে পারলেন না। পরের বলেই আবার একই শট। এবার বাঁহাতি স্পিনার শর্ট বল করায় সাকিবের খেলতে সমস্যা হলো। যা হবার তাই হলো। লং অনে ম্যাককনচি সহজ ক্যাচ নিয়ে সাকিবকে সাজঘরের পথ দেখালেন।

২৩, ২৪ ও ২৫ রানে বাংলাদেশ হারাল ৩ উইকেট। শুধু সাকিব নন মাহমুদউল্লাহ, আফিফ, নাঈমরা নিউ জিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে নেমে যেভাবে ব্যাটিং করেছেন তা ছিল একেবারেই হতশ্রী। তালগোল পাকানো একেকটি শটে যেভাবে ব্যাটসম্যানরা আউট হচ্ছিলেন, তাতে জয়ের তাড়না ছিল কি না সেই প্রশ্নও তোলা যায়। তবে ব্যাটসম্যানদের আউট হবার ধরনে কোনো সমস্যা খুঁজে পেলেন না ডমিঙ্গো। বরং ব্যাটসম্যানদের পক্ষে সাফাই গাইলেন তিনি।

ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি না ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচে কোনো সমস্যা ছিল। আমরা রান রেটে এগিয়ে থাকতে চেয়েছি। কারণ একবার রান রেটে পিছিয়ে পড়লে ফিরে আসা কঠিন। এজন্য আমরা ভালো ও ইতিবাচক শুরু চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা শুরুতে কিছু উইকেট হারিয়েছি এবং দলবদ্ধভাবে আউট হয়েছি। এখানে নতুন ব্যাটসম্যানের জন্য রান তোলা কঠিন। আমার মনে হচ্ছে সেখানে আমরা পথ ভুলে গেছি, যা আমাদের ক্ষতি করেছে।’

ব্যাটিংয়ে একা লড়ে গেছেন মুশফিক। তবে সঙ্গীর অভাব হাত খুলে খেলতে পারেননি তিনিও। ৩৭ বলে করেন ২০ রান, যেখানে ছিল না কোনো বাউন্ডারি। ৫২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারায় হতাশ ডমিঙ্গোও, ‘অবশ্যই নিউ জিল্যান্ড আমাদের উড়িয়ে দিয়েছে। এই ফরম্যাটের প্রকৃতি এমনই। নিউ জিল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের থেকে স্মার্ট এবং ভালো ক্রিকেট তারা খেলেছে। আমি হতাশ। তবুও বলতে চাই, এই সংস্করণের প্রকৃতি এমনই, একবার পিছিয়ে পড়লে ফিরে আসা কঠিন।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়