ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নিউ জিল্যান্ডে ৭০-৮০ রান আর বাংলাদেশে ৩০-৪০ একই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:০০, ৬ সেপ্টেম্বর ২০২১
‘নিউ জিল্যান্ডে ৭০-৮০ রান আর বাংলাদেশে ৩০-৪০ একই’

কথাটা কি আগেও শোনা শোনা লাগে! বাংলাদেশে এসে এমন কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানও, ‘বাংলাদেশে ১২০ রান মানে অস্ট্রেলিয়ায় ১৮০।’ কথার অর্থ দাঁড়ায়, বাংলাদেশে কঠিন উইকেটে ১২০ রানই অনেক! বল থেমে ব্যাটে আসে। অসমান বাউন্স। প্রচুর টার্ন। উপমহাদেশের বাইরের ব্যাটসম্যানদের জন্য রীতিমতো এক যুদ্ধ। এবার নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান হেনরি নিকোলসও জানালেন, এখানে রান করা বেশ কঠিন। দেশের মাটিতে ১৮০ রানের সমান বাংলাদেশের ১২০-১৩০ রান।

গণমাধ্যমে নিকোলস আজ বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন এবং কঠিন। জানা ছিল, এমন কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে টি-টোয়েন্টির আমেজ ভিন্ন। ১২০-১৩০ রানের আশেপাশে স্কোর ঘোরাফেরা করে। যেখানে দেশের মাটিতে আমরা ১৮০ রানের মতো পাই। মিডল অর্ডারে ব্যাটিং করার সুবাদে এ পার্থক্য আরও ভালোভাবে স্পষ্ট হচ্ছে। গতকাল টম (ল্যাথাম) ও আমার জুটির কারণে আমরা গড় পুঁজির কাছাকাছি গিয়েছিলাম।’

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে শুরুতে এগিয়ে নিয়েছিলেন ফিন অ্যালেন। ৩ বাউন্ডারিতে ভালো কিছুর আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি। তাতে পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে তাদের রান ৪০। বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় এ রান যথেষ্ট বলেই মনে করছেন নিকোলস, ‘টপ অর্ডারে যারা ব্যাটিং করছে তাদেরও একই অনুভূতি। আমরা দেশের মাটিতে টপ অর্ডারে অতি দ্রুত ৭০-৮০ রান পাই। কিন্তু এখানে ৩০-৪০ রান। শেষ ম্যাচে ফিন (অ্যালেন) আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে শুরুতে আমাদের এগিয়ে দেয়। তাতে আমরাও আত্মবিশ্বাস ফিরে পাই।’

প্রথম তিন ম্যাচেই খেলা হয়েছে তিনটি ভিন্ন উইকেটে। পরের ম্যাচগুলোতে খেলতে হবে ব্যবহৃত উইকেটে। সামনে দলের জন্য কঠিন সময় অপেক্ষা করছে মনে করেন নিকোলস, ‘প্রথম দিন যে উইকেটে খেলেছি তা নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন উইকেট। শেষ দুই ম্যাচে কিছুটা ভালো উইকেট ছিল। এজন্য রান ১২০ থেকে ১৪০ রান হয়েছে। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা জানি ছোট ছোট কাজগুলি করলে আমরা সফল হতে পারব।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়