ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা লংঘনের অভিযোগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২২ সেপ্টেম্বর ২০২১  
স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা লংঘনের অভিযোগ

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে টি-টেন লিগের অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত দুর্নীতিবিরোধী আচরণবিধির চারটি ধারা ভঙের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্যামুয়েলসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো- ক্রিকেটকে কলঙ্কিত করতে পারে এমন পরিস্থিতিতে কারও কাছ থেকে পাওয়া কোনো উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা কিংবা অন্য সুবিধা প্রাপ্তির কথা মনোনীত দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে প্রকাশ না করা, সাড়ে সাতশ ডলার বা তার বেশি মূল্যের আতিথেয়তার রশিদ না দেখানো, কর্মকর্তার তদন্তে সহায়তা না করা এবং তথ্য লুকিয়ে তা বিলম্বিত করা।

এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে ২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে স্যামুয়েলসকে। আপাতত এই অভিযোগগুলো নিয়ে আইসিসি আর কোনো মন্তব্য করবে না।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়