ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাফ খেলতে মালদ্বীপে পা রেখেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২১
সাফ খেলতে মালদ্বীপে পা রেখেছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল মালদ্বীপে পা রেখেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশ ছাড়ে তারা। গতকালই রাত ৮টার দিকে মালদ্বীপে পৌঁছায় জামাল ভূঁইয়ারা।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় হেনভেরু ট্রেনিং পিচে অনুশীলন করবেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। তারা অবস্থান করছে হোটেল জেনে।

১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ওই দিন অস্কার ব্রুজোনের শিষ্যদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাফের গত কয়েকটি আসরে ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

অধিনায়ক জামাল টুর্নামেন্টকে কেন্দ্র করে বলেন, 'শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই।'

মালদ্বীপে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব। পাঁচ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে।

বাংলাদেশ স্কোয়াড: শহীদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রাজাউল করিম, সোহেল রানা, সাদউদ্দিন, বিপ্লব আহমেদ, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা ও হৃদয়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়