ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিনহাজুল-আশরাফুলের পাল্টাপাল্টি বক্তব্যে বিব্রত বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১০, ৪ জানুয়ারি ২০২২  
মিনহাজুল-আশরাফুলের পাল্টাপাল্টি বক্তব্যে বিব্রত বিসিবি

মিনহাজুল অবেদীন নান্নু বোর্ডের প্রধান নির্বাচক। মোহাম্মদ আশরাফুল বোর্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিভুক্ত ক্রিকেটার। সম্প্রতি তারা দুজন গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেন ও ব্যক্তিগত আক্রমণ করেন। এতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । 

বেসরকারী টিভি চ্যানেল যমুনা টেলিভিশনে মোহাম্মদ আশরাফুল নির্বাচক প্যানেল নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন,‘একই লোক যদি একই কাজ ১১ বছর ধরে করেন, ওই জায়গাটায় আটকে থাকবে। নির্বাচক প্রক্রিয়া আমার মনে হয় এমন হওয়া উচিত, যারাই হবেন, তিন থেকে চার বছর, এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন। ভিন্ন ভাবনা আসবে।’

আশরাফুলের এমন বক্তব্যের পর ওই টিভি চ্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু নিজের প্রতিক্রিয়া দেন। আশরাফুলকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেছেন,‘সে (আশরাফুল) বিশ্বকাপ থেকে বিশ্বকাপ। কোন বিশ্বকাপ? বাংলাদেশ শুধু কি (বিশ্বকাপ খেলবে?)… কোন বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, না ৫০ ওভারের বিশ্বকাপ নাকি টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্টের জন্য আলাদা নির্বাচক লাগবে? ওর তো গোছানো কথা নেই। যে সমস্ত খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ে সাসপেন্ড হয়, ওদের থেকে তো বেশি কিছু বা ভালো পরামর্শ আশা করা যায় না।’ 

প্রধান নির্বাচকের এমন বক্তব্য মেনে নিতে না পেরে ফেসবুক লাইভে এসে আবার আশরাফুল নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার কাছে প্রশ্ন ছিল নির্বাচক প্যানেল নিয়ে। সেখানে আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। কোনো ব্যক্তির নাম বলিনি, আমি ওই পদের কথা বলেছি। কিন্তু নান্নু ভাই ওই যমুনা টিভিতেই দেখলাম সরাসরি আক্রমণ করলেন আমার নাম ধরে। এটা খুব দুঃখজনক। আমার কথাটা নান্নু ভাইকে নিয়ে বা কারও নাম ধরে ছিল না, আমার অভিজ্ঞতা থেকে মতামতটা দিয়েছি।’ 

দায়িত্বশীল পর্যায়ে থেকে দুজনের এমন কর্মকাণ্ডে বিব্রত বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় ও সাবেক একজন অধিনায়ক এবং যেহেতু এখনও খেলছে, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আবার নির্বাচক কমিটি আমাদের অধীনে, আমাদের আওতায় আছে, কোনো বা কারও ব্যাপার নিয়ে এভাবে আক্রমণ করা… যেহেতু আপনি একটা পজিশন নিয়ে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন কিছু না করাই ভালো ছিল। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করব এটা নিয়ে।‘

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়