ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথম তো অনেক কিছুই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ৫ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:৫৩, ৫ জানুয়ারি ২০২২
প্রথম তো অনেক কিছুই

ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন সূর্যোদয়। যে সূর্যের দেখা আগে কখনো পায়নি বাংলাদেশ। নিউ জিল্যান্ডের মাটিতে তাদেরকেই টেস্টে হারালো বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে বাংলাদেশ প্রথমবার অনেক অভিজ্ঞতার সঙ্গী হলো। একে একে সব জেনে নেওয়া যাক:

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে যে কোনো ফরম্যাটে প্রথম জয়।

টেস্টের শীর্ষ ৫ দলের বিপক্ষে দেশের বাইরে বাংলাদেশের প্রথম জয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম জয়।

দেশের বাইরে এটি বাংলাদেশের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ জয়।

ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম ম্যাচ হারলো নিউ জিল্যান্ড। সবশেষ ২৩ টেস্টে হার মাত্র একটি।

এশিয়ার বাইরে প্রথম ইনিংসে পরে ব্যাটিং করে লিড নেওয়ার পর প্রথম কোনো টেস্ট জিতলো বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে এবং কলম্বোতে শততম টেস্ট জিতেছিল ৪ উইকেটেই।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়