ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সালাউদ্দিনের ও নিজের ভূমিকা পরিষ্কার করলেন রোডস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২২  
সালাউদ্দিনের ও নিজের ভূমিকা পরিষ্কার করলেন রোডস

বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্টিভ রোডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। কুমিল্লা দুইবারই শিরোপা জিতেছে স্থানীয় কোচ সালাউদ্দিনের অধীনে। তিনি থাকতেও কেন রোডসকে প্রয়োজন হলো কুমিল্লার? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে।

এনিয়ে ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের সাবেক কোচ রোডস আজ আনুষ্ঠানিকভাবে সালাউদ্দিনের ও নিজের কাজের জায়গা পরিষ্কার করলেন। তিনি বলেছেন, ‘আপনারা সবাই জানেন সালাউদ্দিন বেশ সফল একজন কোচ। শুধুমাত্র বিপিএলই নয়, দারুণ কয়েকজন ক্রিকেটার উঠিয়ে আনার কাজ চমৎকারভাবে করেছে সে। সেজন্য তাকে মূল্যায়ন করতেই হবে। আশা করছি প্রধান কোচ হিসেবে বিপিএলে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।’

নিজের ভূমিকা নিয়ে রোডস বললেন, ‘সে (সালাউদ্দিন) আমাদের প্রধান কোচ। আমি এখানে খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও সাহায্য করতে এসেছি। আশা করছি আমার অভিজ্ঞতা, আমার ক্রিকেটীয় জ্ঞান দিয়ে দলকে এগিয়ে নিতে পারব। আমার ও সালাউদ্দিনের কাজ পরিষ্কার। আশা করছি আমাদের জুটি দলের কাজে আসবে। এটা গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়রা জানে সালাউদ্দিন প্রধান কোচ। পাশাপাশি খেলোয়াড়রা জানে আমি এখানে এসেছি শুধুমাত্র তাদেরকে সাহায্য করতে। পাশাপাশি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ যারা আছে, তারা জানছে এখানকার পরিস্থিতি।’

কুমিল্লাকে বিপিএল শেষে সফল স্থানে দেখতে চান বাংলাদেশের জাতীয় দলের সাবেক কোচ, ‘কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দারুণ। তারা বিপিএলে বেশ সফল একটি দল। আশা করছি তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমি সেই সাফল্যযাত্রায় থাকতে চাই, এজন্যই এখানে আসা।’

নিজের পুরোনো কয়েকজন শিষ্যকে দলে পেয়েছেন রোডস। মোস্তাফিজ, লিটন, ইমরুল, মুমিনুল রয়েছেন কুমিল্লায়। সেই সঙ্গে ফাফ ডু প্লেসি, সুনীল নারিন ও মঈন আলীকেও নিয়েছে দলটি। নিজের দল নিয়ে বেশ উচ্ছ্বসিত রোডস, ‘‘ইমরুল খুবই অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সে খেলছে। তাকে অবশ্যই বিশ্বাস করা যায়, যে কোনো সময়ে। সে ১০০-২০০ ম্যাচ খেলেনি বলে কোনো সমস্যা না, মাঠের অবস্থার জন্য ইমরুল যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আর আমাদের বিদেশি ক্রিকেটারও ভালো, দলে তরুণ ক্রিকেটারও ভালো আছে। মুমিনুল-ইমরুল ও বিদেশি মিলিয়ে আমাদের দারুণ মিশ্র দল হয়েছে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়