ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নাহিদুলকে কৃতিত্ব দিলেন সাকিব, মুগ্ধ ইমরুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:৪৮, ২৫ জানুয়ারি ২০২২
নাহিদুলকে কৃতিত্ব দিলেন সাকিব, মুগ্ধ ইমরুল

কুমিল্লার ১৫৮ রানের পুঁজি ছিল। বরিশালের বেঞ্চে ছিলেন সাকিব, গেইল, শান্ত, সোহানদের মতো ক্রিকেটার। ১২০ বলের ক্রিকেটে এই রান তাড়া হয়ে যায় অনায়াসে। কিন্তু কুমিল্লার ছিল স্পিনার নাহিদুল। যার ঘূর্ণিতে স্রেফ এলোমেলো সাকিবের দল। 

৪ ওভারে ১ মেডেনে মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে বরিশালকে ম্যাচ থেকে ছিটকে দেন ডানহাতি স্পিনার। ১.২৫ ইকোনমিতে বিপিএলে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডে শহীদ আফ্রিদিকে ছুঁয়েছেন তিনি। এমন বোলিংয়ে রীতিমত মুগ্ধ অধিনায়ক ইমরুল। প্রতিপক্ষ দলের অধিনায়ক সাকিবেরও প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন,‘আমরা যে তিনটি ম্যাচ খেলেছি পাওয়ার প্লে’তে ৩৬ রানও করতে পারিনি। এটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। তবুও নাহিদুল যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে। খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমাদের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। আমরা যখন বড় শট খেলতে যাচ্ছিলাম তখনই আউট হয়েছি।’ 

পাওয়ার প্লে’তে নাহিদুল সৈকত আলী ও সাকিবের উইকেট পান। এরপর ক্রিস গেইলকে স্ট্যাম্পড করেন দারুণ এক ডেলিভারিতে। 

নিজের বোলিং নিয়ে নাহিদুল বলেছেন,‘চেষ্টা থাকে সব সময় দলের জন্য অবদান রাখা। যতটা সম্ভব প্রতিপক্ষকে চাপে রাখা। এমন বোলিং অবশ্যই ভালো লাগে। ভালো খেলোয়াড়ের উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। চেষ্টা করি ভালো বোলিংয়ের ধারাবাহিকতা যেন থাকে।’

কুমিল্লার টানা দুই জয়ের দুটিতেই নায়ক নাহিদুল। তার বোলিং ও দলের ধারাবাহিকতা নিয়ে ইমরুল বলেছেন,‘জয়ের ধারাবাহিকতা সব সময়ই দলের জন্য ভালো। ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্সে খুশি আমি। ভালো অনুভূতি। শেষ ম্যাচেও নাহিদুল ভালো বোলিং করেছে। আত্মবিশ্বাস পেয়েছিল। আজ পাওয়ার প্লে’তে দুই ওভার করানোর পর তার দুই ওভার রেখে দিয়েছিলাম। পরবর্তীতে এসেও সে একই কাজ করেছে।’

ঢাকায় চারদিনে ৮ ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষে আছে কুমিল্লা। দুই জয় নিয়ে তাদের গন্তব্য এখন চট্টগ্রামে। সেখানেও বিজয়ের পতাকা উড়াতে চায় বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। 

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়