ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ড্রেসিংরুমের পরিবেশ ছড়াচ্ছে আত্মবিশ্বাসের রেণু

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৮ মার্চ ২০২২   আপডেট: ১৩:৩৬, ১৮ মার্চ ২০২২
ড্রেসিংরুমের পরিবেশ ছড়াচ্ছে আত্মবিশ্বাসের রেণু

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পেসার লুঙ্গি এনগিডিকে পুল করে পরপর দুই চার হাঁকালেন সৌম্য সরকার। ড্রেসিংরুমে শুধু করতালি পড়েনি, বাংলাদেশ পেয়ে যায় আত্মবিশ্বাস, বোনা হয় বিজয়ের বীজ। শারীরিক ভাষাতে চলে আসে পরিবর্তন। প্রভাব বিস্তার করার অলৌকিক ক্ষমতা পেয়ে নিজেদের ওয়ানডের সর্বোচ্চ ৩৩০ রান তুলে নেয় বাংলাদেশ। পরবর্তীতে ম্যাচটাও জিতে দারুণভাবে শুরু করে বিশ্বকাপ।

শুধু সেই ম্যাচই নয়, বাংলাদেশ দলের অনেক জয়ের বিশ্বাসের জন্ম নেয় ড্রেসিংরুমে। পারস্পরিক বোঝাপড়া, সঠিক পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশ ওড়ায় বিজয়ের পতাকা। এবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ড্রেসিংরুমে প্রায় একই রকম পরিবেশ দেখতে পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মাঠে নামার আগে সেঞ্চুরিয়নের গ্যালারিতে দাঁড়িয়ে গণমাধ্যমে তামিম বলেছেন, ‘দলের সেরা দিক হচ্ছে… যেটা আমি অনুভব করি- ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো আছে। দলের প্রত্যেকে প্রস্তুত আছে। প্রস্তুতিতে সবাই চেষ্টা করেছে যত তাড়াতাড়ি এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সবকুটু করার চেষ্টা করব। যেন আমরা ভালো করতে পারি।’

তবে ড্রেসিংরুমে যতই আত্মবিশ্বাসী থাকুক ক্রিকেটাররা। মাঠে  নেমে ২২ গজে নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে। সতীর্থদের থেকে শতভাগ নিবেদন চান তামিম, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলার জন্য। জয়ের চিন্তা করেই আমরা মাঠে নামব। মাঠের বাইরে আমরা যত কথাই বলি, পরিকল্পনা করি… আমরা মাঠে গিয়ে কতটুকু ভালো ব্যাটিং করতে পারি, বোলিং করতে পারি ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি সেটার ওপর নির্ভর করবে। প্রত্যেকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। আশা করছি আমরা কাল ভালো শুরু করব।’

ভালো ফল বলতে একটাই চাওয়া জয়। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ১৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচে জয় পায়নি। এবার সেই রেকর্ড পাল্টে দিতে চান তামিম। বিরুদ্ধ কন্ডিশনে জয়ের জন্য প্রথম ১৫ ওভারকে বড় প্রভাবক মনে করছেন অধিনায়ক। ব্যাটিং হোক বা বোলিং, নতুন বলে ১৫ ওভার ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে মনে হচ্ছে তার, ‘আমাদের জন্য প্রথম ১৫ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সেটা ব্যাটিং হোক বা বোলিং। ব্যাটিংয়ে কম উইকেট হারিয়ে আমরা যদি ভালো শুরু এনে দিতে পারি, যে ধরনের উইকেট এবং এই মাঠের যে কথা শুনেছি… এখানে হাই স্কোরিং গেম হয়। খুব গুরুত্বপূর্ণ আমরা নতুন বল কীভাবে সামলে নেই। যদি বোলিং করি একই চ্যালেঞ্জ থাকবে। শুরুতে আমরা যদি উইকেট নিতে পারি তাহলে একটা সম্মানজনক পুঁজিতে ওদের আটকে রাখা সম্ভব।’

পেস বোলারদের থেকে সাকিব নতুন বলে উইকেট প্রত্যাশা করছেন। তার ভাবনা, নতুন বলে উইকেট নিতে পারলে পরবর্তীতে কাজটা সহজ হবে। সাকিবের সুরে সুর মিলিয়েছেন তামিমও, ‘পেসারদেরকে নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ মেনে বোলিং করতে হবে। সবচেয়ে গুরুত্বপূ্র্ণ দিক শুরুর দিকে দ্রুত উইকেট তুলে নিতে হবে। শুরুতে উইকেট তুলে নিতে পারলে ম্যাচের ছন্দ পাবে। তখন স্পিনারদের ভালো করে ব্যবহার করতে পারব। অধিনায়ক হিসেবে আমিও তখন সহজে পরিকল্পনা করে এগোতে পারব। ওরা অসম্ভব ভালো বল করছে কোনো সন্দেহ নেই। শুধু শেষ সিরিজে না তার আগের সিরিজেও। এটা তাদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ দেবে। ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন ব্যাটসম্যান, ভিন্ন উইকেট। আশা করছি ভালো করবে।‘

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়