ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হ্যাটস অব টু সাকিব: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৫:০৪, ২৭ মার্চ ২০২২
হ্যাটস অব টু সাকিব: মাশরাফি

দক্ষিণ আফ্রিকায় সাকিব আল হাসান যখন ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন ঢাকায় তার পরিবারের চার জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দ্বিতীয় ওয়ানডে শেষে আসি আসি করেও আসেননি তৃতীয় ওয়ানডে খেলে সিরিজ জয়ের জন্য। সাকিবের সেই লক্ষ্য পুরণ হয়েছে ঐতিহাসিক সিরিজ জয়ে। 

খেলার প্রতি সাকিবের এমন নিবেদন দেখে তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। রোববার (২৭ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া জানান সাবেক পেসার।

মাশরাফি বলেন, 'সাকিবের যেটা হয়েছে, বাসার ৪-৫ জন অসুস্থ ছিল। আমাদের অবশ্যই সাকিবের ত্যাগটা দেখতে হবে। সে চাইলে চলে আসতে পারতো। সে থেকে গিয়ে দলকে সাপোর্ট দিয়েছে। এটা অবিশ্বাস্য, কারণ এক-দু্ইজন না, সবাই অসুস্থ ছিল।'

'সবচেয়ে বড় ব্যাপার সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা স্বার্থপরের মতো বলা হয়ে যাবে, আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব দুই দিক সামলে দারুণভাবে নিতে পেরেছে, এটা আমি মনে করি হ্যাটস অফ টু সাকিব।'- আরো যোগ করেন সাবেক এই অধিনায়ক। 

সিরিজ জয়ের পর সাকিব ইতোমধ্যে দেশে ফিরেছেন। সিরিজ নিশ্চিতের ম্যাচে তিনি বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। এ ছাড়া প্রথম ওয়ানডেতে হয়েছিলেন ম্যাচসেরা। 

৩১ মার্চ থেকে টেস্ট সিরিজ শুরু হলেও প্রথম ম্যাচে সাকিবের খেলা অনিশ্চিত। তবে পরিবারের সদস্যরা সুস্থ হলে দ্বিতীয় টেস্টের আগে আবার দক্ষিণ আফ্রিকা যেতে পারেন। 

উল্লেখ্য সাকিবের মা, ছেলে, মেজ মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গত রোববার থেকে। মেজ মেয়ে ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা হয়েছে। বড় মেয়ে আলাইনা আল হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়