ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১০ এপ্রিল ২০২২  
হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তবে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ১। ৩০ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৭৩ পয়েন্ট, সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭২ পয়েন্ট। আজ পয়েন্ট টেবিলের ও ইউরোপের অন্যতম সেরা দুটি দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে।

আজকের ম্যাচে ম্যানসিটি জিতলে তারা এগিয়ে যাবে ৪ পয়েন্টে। আর লিভারপুল জিতলে এগিয়ে যাবে ২ পয়েন্টে। অ্যানফিল্ডে প্রথম লেগে ২-২ গোলে ড্র হয়েছিল তাদের লড়াই। আজ ম্যানসিটির মাঠে খেলা। কি ফল অপেক্ষা করছে?

তবে জার্গেন ক্লপের দল বেশ উন্নতি করেছে। জানুয়ারিতে তারা ম্যানসিটির চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে ছিল। এপ্রিলে এসে সেই ব্যবধান কমিয়ে এনেছে ১ এ। তাইতো পেপ গার্দিওলা তাদের প্রশংসা করতে ভোলেননি, ‘লিভারপুল দারুণ একটা দল। তাদের একঝাক কোয়ালিটিফুল খেলোয়াড় আছে। তবে আমার মনে হয় তাদের সঙ্গে মিলে যায় এমন অনেক কিছু আমরাও করছি। যেখানে আমরা খুব কাছাকাছি। কাজও করছি একইরকমভাবে।’

খেলাটা যখন সিটির মাঠে তখন তাদের বিপক্ষে লড়াইটাও কঠিন হবে লিভারপুলের জন্য। বিষয়টি স্বীকার করেছেন কোচ জার্গেন ক্লপও, ‘ইতিহাদে ওদের হারানো খুব কঠিন। তবে আমরাও অনেক দিন একসঙ্গে খেলছি। সেরাদের নিয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

ডেটা বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচটি যদি ম্যানসিটি জিতে যায় তাহলে তাদের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে ৮৬%। আর যদি লিভারপুল জিতে যায় তাহলে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে হবে ৬৮%। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়