ঢাকা     সোমবার   ২৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

সেমিফাইনালে উঠে গার্দিওলা বললেন, ম্যানসিটি ‘বড় সমস্যায়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৪ এপ্রিল ২০২২  
সেমিফাইনালে উঠে গার্দিওলা বললেন, ম্যানসিটি ‘বড় সমস্যায়’

গত এক সপ্তাহ ধরে যে ধকল গেছে দলের ওপর দিয়ে, তাতে উৎকণ্ঠায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এই সময়ে তিনটি বড় ম্যাচ খেলতে হয়েছে তাদের।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি তাদের সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করল বৃহস্পতিবার। অ্যাটলেটিকো মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হারিয়েছে তারা। মাঝে লিভারপুলের সঙ্গে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ হয়েছিল ২-২ গোলে ড্র। আগামী শনিবার দুই দল মুখোমুখি হবে এফএ কাপের সেমিফাইনালে।

তিন ট্রফিতে চোখ রেখে দল যেভাবে লড়ছে, তাতে ক্লান্তি ভর করাই স্বাভাবিক। গার্দিওলার মতে ম্যানসিটি বড় সমস্যার মধ্যে আছে।

অ্যাটলেটিকোর বিপক্ষে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্রর পর ম্যানসিটি কোচ বললেন, ‘আজ আমরা উদযাপন করছি কারণ ম্যানচেস্টার সিটির ইতিহাসে আমরা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।’

এরপরই উদ্বেগের বাতাস বয়ে গেল গার্দিওলার কণ্ঠে, ‘কিন্তু আমরা ভুলিনি যে তিন দিন আগেও আমরা খেলেছিলাম, ভ্রমণ করলাম, এখানে এলাম। এখন দলে অনেক ইনজুরি এবং আমি জানি না পরের সপ্তাহগুলোতে কী হবে।’

অ্যাটলেটিকোর মাঠে হাতাহাতির ঘটনায় সিটিজেনদের বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট পাওয়ার খবর জানা গেছে।

গার্দিওলা আরো বললেন, ‘আমরা তো সবসময় খেলতে পারি না এবং চার-পাঁচ গোল করতে পারব না। আমরাও মানুষ। লিভারপুলের বিপক্ষে আমরা কঠিন একটি ম্যাচ খেলে এসেছি। আমরা বড় সমস্যায় আছি।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়