ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ উইকেটের জয় পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ উইকেটের জয় পেল অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭০ রানে উড়িয়ে দিল অস্ট্রেলিয়ান বোলাররা। অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক নেন পাঁচটি উইকেট। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ ২৩.৫ ওভারে খেলে অল আউট হয়ে একে একে সবাই সাজঘরে ফিরে যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য মাত্র ৭১ রানের লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় ব্যয় করতে চাননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ঝোড়ো ব্যাটিং করে প্রথম ১০ ওভারের মধ্যেই দলের জয় নিশ্চিত করেছেন ওপেনার গ্লেন ম্যাঙওয়েল। ৩৫ বলে ৫১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের মামুলি ৭১ রান তাড়া করতে নেমে মারমুখী ভঙ্গিতে শুরু করেছিলেন দুই অসি ওপেনার গ্লেন ম্যাঙওয়েল ও অ্যারন ফিঞ্চ। চতুর্থ ওভারে ফিঞ্চ সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত তরুণ পেসার জ্যাসন হোল্ডারের শিকারে পরিণত হয়ে। তবে এর পর আর কোনো সফলতা পাননি ক্যারিবীয় বোলাররা। ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন ম্যাঙওয়েল।

এর আগে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭ রান আসে ‘জনাব’ অতিরিক্তর কাছ থেকে। অস্ট্রেলিয়ার তিন পেসার মিচেল স্টার্ক, ক্লিন্ট ম্যাককে ও জেমস ফাল্কনারের দুর্দান্ত বোলিংয়ে ২৪ ওভারের মধ্যে মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৮ ওভারের মধ্যে স্কোরবোর্ডে মাত্র ১৯ রান যোগ করতেই একে একে ফিরে যান ক্রিস গেইল, কাইরন পাওয়েল, সারওয়ান, ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড। প্রায় পুরো সময়ই উইকেটে শুধু আসা-যাওয়াই করেছেন উইন্ডিজের ব্যাটসম্যানরা। অষ্টম উইকেটে ড্যারেন স্যামি ও অভিষিক্ত জ্যাসন হোল্ডারের গড়া ২৬ রানের জুটিটিই দলের পক্ষে সর্বোচ্চ। ব্যক্তিগতভাবে ‘জনাব অতিরিক্তের’ পর ১৬ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। ১১ রানের দুটি ইনিংস এসেছে পাওয়েল ও ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। এই তিনজন ছাড়া আর কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। চারজন আউট হয়েছেন রানের খাতা না খুলেই।

আর জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়