ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভাল চলতি মাসে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২১, ৩ মে ২০২২  
ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভাল চলতি মাসে

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির আয়োজনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভাল-২০২২।’ যেখানে পাঁচটি ইভেন্টে বিএসজেসি’র সকল সদস্যরা অংশ নিবেন।

এ বিষয়ে বিএসজেসি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা একটি স্পোর্টস কার্নিভাল আয়োজন করতে যাচ্ছি। যেখানে পাঁচটি ইভেন্টে আমাদের সকল সদস্যরা অংশ নিবেন। এবারই প্রথম আমরা স্পোর্টস কার্নিভালে প্রাইজমানির ব্যবস্থা রেখেছি। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।’

বিএসজেসি স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা আসলে সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের চেষ্টা করছি। ডিআরইউ, ক্র্যাব, বিএসপিএ, বিএসজেএ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোর সঙ্গে আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত হচ্ছি। আসলে সাংবাদিকরা চাইলেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারেন না পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। তাই আমরা চেষ্টা করি বিভিন্ন সংগঠনের সঙ্গে ক্রীড়া উৎসব আয়োজন করে তাদের গতাণুগতিক কাজের ভাজে একটু নিরেট বিনোদন গুজে দেওয়ার। ক্রীড়া প্রতিযোগিতার আমেজ তৈরি করার। এর আগেও আমরা বিএসজেসি’র বিভিন্ন আয়োজনের সঙ্গে ছিলাম, এবারও আছি। আশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে।’

ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভালের ইভেন্টগুলো হলো- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং।

এই আয়োজনের সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়