ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিশ্চিত ক্যাচ আউট ম্যাথুজ, বুঝতেই পারেননি লিটন-মুমিনুলরা!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১৬ মে ২০২২   আপডেট: ১১:৫৫, ১৬ মে ২০২২
নিশ্চিত ক্যাচ আউট ম্যাথুজ, বুঝতেই পারেননি লিটন-মুমিনুলরা!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সোমবার সকালটা সুন্দর হতে পারতো বাংলাদেশের। কিন্তু নিজেদের ভুলেই যেন বিদঘুটে হলো। অ্যাঞ্জেলো ম্যাথুজের নিশ্চিত ক্যাচ আউট বুঝতে না পেরে বাংলাদেশ জীবন দিয়েছে তাকে। সেঞ্চুরি নিয়ে দিন শুরু করা ম্যাথুজ এখন আছেন দেড়শর পথে।

দিনের চতুর্থ ওভার। বোলিং প্রান্তে খালেদ আহমেদ। ১১৯ রানে ব্যাটিংয়ে ম্যাথুজ। খালেদের লেন্থ বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে।

কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। খোদ লিটনও। তাই আবেদনও করেননি কোনো ফিল্ডার। উল্টো ব্যাটে লাগেনি এই হতাশা দেখা গেছে স্বাগতিক খেলোয়াড়দের চোখে-মুখে। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেই লিটনের গ্লাভসবন্দি হয়েছে।  

১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। তাতেই তুলে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।

দুজনে শতরানের জুটি পেরিয়ে গেছেন। দলীয় স্কোর পার হয়েছে ৩০০। অথচ ম্যাথুজ ফিরলে হয়তো গল্পটা ভিন্ন হতো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৯।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়