ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ম্যানসিটি-গার্দিওলার সম্পর্কের উদাহরণ টানলেন পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৭ জুন ২০২২  
ম্যানসিটি-গার্দিওলার সম্পর্কের উদাহরণ টানলেন পচেত্তিনো

গত বছর জানুয়ারিতে পিএসজির কোচের দায়িত্ব নেওয়ার পর তিনটি ট্রফি জিতেছেন মাউরিসিও পচেত্তিনো, যার মধ্যে রয়েছে গত মৌসুমের লিগ ওয়ানের শিরোপাও। ফরাসি ফুটবলে ক্লাবের আধিপত্য বজায় রাখতে ভালো অবদান তার, কিন্তু ইউরোপে ব্যর্থতা তা মুছে দিচ্ছে। গত মার্চে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে হারের পর থেকে এই আর্জেন্টাইন কোচের চাকরি ঝুলছে। 

পিএসজিতে অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পচেত্তিনো বললেন, ক্লাবের উচিত তাকে একইভাবে সমর্থন করা, যেমনটা পেপ গার্দিওলার সঙ্গে করে ম্যানচেস্টার সিটি। তবে পার্ক দে প্রিন্সেসে নিজের অবস্থান নিয়ে শান্ত আছেন তিনি।

গণমাধ্যমের দাবি, তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের  চুক্তির মেয়াদ বাড়ানোর পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছে পিএসজি। যেখানে পচেত্তিনোকে পরিকল্পনার বাইরে রেখেছে তারা। মানে তাকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। সাবেক টটেনহ্যাম কোচের স্থলাভিষিক্ত হতে পারেন জিনেদিন জিদান ও হোসে মরিনহো।

কিন্তু গণমাধ্যমের গুঞ্জনে উদ্বিগ্ন নয় পচেত্তিনো। এখনও তার বিশ্বাস, ক্লাবকে এগিয়ে নিতে তিনিই সঠিক ব্যক্তি। ইস্পোর্ট-৩’র সঙ্গে এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমার চুক্তির এখনও এক বছর বাকি। চারপাশে অনেক গুঞ্জন। প্রতি সপ্তাহে আমি বরখাস্ত হই। পিএসজিতে এই ধরনের ব্যাপারগুলো হয়। ক্লাবটি নিজেকে নতুনভাবে উদ্ভাবনের চেষ্টা করছে। প্রেসিডেন্ট শিগগিরই তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যাখ্যা দিবেন, কিন্তু আমি শান্ত আছি।’

তিনি আরও বলেন, ‘এখানে (পিএসজি) আসতে হলে আপনাকে ভালো কোচ হতে হবে এবং দেড় বছর পর আমার মনে হচ্ছে, আমি অন্যতম সেরা। অনেক তারকার লকার রুমের নেতৃত্ব দেওয়া ছিল প্রতিদিন শেখার অভিজ্ঞতা। চেলসি, সিটি ও লিভারপুলের মতো আমরাও মাদ্রিদকে বিদায় করার খুব কাছে ছিলাম। আমরা অনেক এগিয়ে ছিলাম, কিন্তু শেষটা করতে পারিনি। চ্যাম্পিয়নস লিগ জেতাই যদি উদ্দেশ্য হয়, তাহলে এই ধরনের ঝড় ওঠা স্বাভাবিক।’

পিএসজিতে নিজের অর্জন নিয়ে গর্বিত পচেত্তিনো। তার মনে হয় না, চ্যাম্পিয়নস লিগকে এতটা গুরুত্ব দেওয়া উচিত। তিনি মনে করেন, তাকে দল গড়ার আরও বেশি সুযোগ দেওয়া হলে পার্ক দে প্রিন্সেসে প্রথম ইউরোপিয়ান মুকুট এনে দিতে পারবেন। এজন্য সময় ও সুযোগ চেয়েছেন তিনি।

ম্যানচেস্টারে ছয় বছর দায়িত্বে থেকেও ম্যানসিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি গার্দিওলা। তারপরও সিটিজেনদের সঙ্গেই আছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটির সঙ্গে স্প্যানিশ কোচের এই সম্পর্কের উদাহরণ টেনে পচেত্তিনো বললেন, ‘চ্যাম্পিয়নশিপ ও কাপকে (প্যারিসে) আপনার মূল্যায়ন করতে হবে। চ্যাম্পিয়নস লিগ এমন প্রতিযোগিতা, যাতে খুবই কম ম্যাচ। কিছু ব্যাপার আমি বুঝি না। আমরা লিগ জিতেছি, যেমনটা জিতেছে (লরাঁ) ব্লা ও (কার্লো) আনচেলত্তির মতো অন্য কোচরা। আমি সিটিকে পছন্দ করি কারণ তারা গার্দিওলাকে তৈরি করার সুযোগ দিয়েছে। তারা তাকে সময় দিয়েছে। পিএসজিতেও আপনার সেটা প্রয়োজন। এই প্রজেক্টে কিছুটা শিথিলতা এনে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের খুব কাছে পৌঁছে যাবো।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়