ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন কোচ শ্রীরাম 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১২:২৩, ১৯ আগস্ট ২০২২
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন কোচ শ্রীরাম 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাবেক সহকারী কোচ ছিলেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে শ্রীরামের। 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সাফল্যের পথ খুঁজে পাচ্ছে না। এবার পরিবর্তনের ডাক দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একদিন না যেতেই শোনা যাচ্ছে কোচিং প্যানেলে শ্রীরামের সংযুক্তির কথা। 

রাসেল ডমিঙ্গোকে সরিয়ে আসন্ন এশিয়া কাপে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীরামকে। তাকে কোচিং প্যানেলে যুক্ত করার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। 

আপাতত এশিয়া কাপের জন্য ভারতীয় এই কোচকে নিয়োগ দিচ্ছে বিসিবি। তবে শ্রীরামের পারফরম্যান্স ভালো হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অধীনে খেলবে সাকিবের দল। এমনকি পারফরম্যান্সের ভিত্তিতে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য তার সঙ্গে লম্বা সময়ের চুক্তিও করতে পারে ক্রিকেট বোর্ড।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়