ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ক্রিকেট নিয়ে কোনও কথা নয়’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:১২, ৫ সেপ্টেম্বর ২০২২
‘ক্রিকেট নিয়ে কোনও কথা নয়’

মুশফিকুর রহিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নাড়িয়ে দিয়েছে ক্রিকেটাঙ্গন। হুট করে তার অবসরের খবরে বিস্মিত হয়েছেন অনেকে। সতীর্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দিয়ে মুশফিকের পাশে দাঁড়িয়েছেন। তবে কোনও সাড়া মেলেনি অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে। 

সোমবার সাকিব হকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল কিনেছেন। তার প্রতিষ্ঠান মোনাক মার্ট এক কোটি টাকায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের দল পেয়েছে। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব। গণমাধ্যমে তিনি মুখোমুখি হলে ক্রিকেট নিয়ে অবধারিতভাবে প্রশ্ন উঠেছিল। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মুখে কুলুপ এঁটেছেন। হকির অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কোনও কথা বলবেন না সাফ জানিয়ে দেন। 

নানাভাবে তার কোর্টে প্রশ্ন ছুড়েছিলেন গণমাধ্যমকর্মীরা। সাকিব মুশফিকের অনুপস্থিতি নিয়ে কী ভাবছেন? মুশফিকের হঠাৎ অবসরে অবাক হয়েছিলেন কি না? মুশফিকের জায়গায় কাকে বিবেচনা করবেন... এসব। কিন্তু হকি দলের মালিক সাকিবের মুখে তালা, 'ক্রিকেট নিয়ে কোনও কথা নয়। এখান থেকে বের হওয়ার পর কথা।' 

হকি নিয়ে নিজের ভালো প্রত্যাশার কথা শুনিয়েছেন সাকিব, 'ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় আসার পেছনে বড় কারণ আমাদের হকিকে আরও একধাপ এগিয়ে নেওয়া। যে উদ্দেশ্য আসলে এই ধরনের টুর্নামেন্ট আয়েজন করা, সেটা হচ্ছে তরুণ খেলোয়াড়দের বের করে আনা। আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতা থেকে আমরা ৪-৫ জন এমন তরুণ খেলোয়াড় পাবো, যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং হকিতে বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবে।'

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়