ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছবিতে দেখুন সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাসে সংবর্ধনার দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২৩:২৫, ২১ সেপ্টেম্বর ২০২২
ছবিতে দেখুন সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাসে সংবর্ধনার দৃশ্য

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে বুধবার দুপুরে দেশে পা রাখে নারী ফুটবলাররা। তাদের বহনকারী বিমান দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বাফুফে প্রতিনিধিরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর সেখানে সংবাদ সম্মেলন সেরে বেলা সাড়ে ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হয় দল। বিমানবন্দরের বাইরে ব্যান্ড বাজিয়ে তাদের বরণ করা হয়। ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নরা বিমানবন্দর থেকে বনানী, মহাখালী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণী উড়ালসেতু দিয়ে বাঁয়ে চলে যায়। এরপর তেজগাঁও, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ঘুরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফুটবলাররা পৌঁছান বাফুফে ভবনে।

দীর্ঘ এ যাত্রাপথে সাবিনা-সানজিদাদের জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। যাদের প্রাণভরা ভালোবসায় সিক্ত হন সাফের চ্যাম্পিয়নরা।

ছবিতে দেখুন নারী ফুটবল দলের সংবর্ধনার দৃশ্য।

ছাদখোলা বাসে আনন্দ যাত্রা। বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে ।

ঢাকার রাস্তায় লাল-সবুজের পতাকা উড়াচ্ছেন উনিশ-কুড়ির মেয়েরা।

মেয়েকে নিয়ে নারী ফুটবলারদের বিজয় উল্লাসে বাঁধন।

সমর্থকদের ফুল ছিটিয়ে আনন্দে মশগুল অধিনায়ক সাবিনা।

সর্বসাধারণের শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাবিনা-সানজিদারা।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়