ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা ব‌্যাপক উন্নতি করেছি, যা ইতিবাচক: সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:২৪, ১৩ অক্টোবর ২০২২
আমরা ব‌্যাপক উন্নতি করেছি, যা ইতিবাচক: সাকিব

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে কোনও ম‌্যাচ জিততে না পারলেও বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান। এই সিরিজ ছিল বাংলাদেশের জন‌্য বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ। ম‌্যাচ জিততে না পারলেও প্রস্তুতি, নিজেদের কম্বিনেশন ঠিক করতে পেরেছেন বলে দাবি অধিনায়কের। 

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ ম‌্যাচ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম‌্যাচে আগে ব‌্যাটিং করে স্কোরবোর্ডে ১৭৩ রান জমা করে বাংলাদেশ। সাকিব ও লিটনের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ ভালো সংগ্রহ পায়। কিন্তু বোলারদের নির্বিষ বোলিংয়ে পাকিস্তান ম‌্যাচ জিতে যায় অনায়াসে। 

ম‌্যাচ শেষে সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন,‘আজও কঠিন সময় গেছে। তবে আমি মনে করি আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। ওখানে ১০-১৫ রান হওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে। ইনিংসের মাঝে আমাদের ঘাটতি ছিল। তবে আজ আমরা ভালো করেছি।’ 

ব‌্যাটিংয়ে সাকিব ৪২ বলে ৬৮ রান করেছেন ৭ চার ও ৩ ছক্কায়। তবে বোলিং ভালো হয়নি তার। ৩ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন‌্য। নিজের বোলিং-ব‌্যাটিং নিয়ে সাকিব বলেছেন, ‘দলের জন‌্য রান করা আমার কর্তব‌্য। তবে বোলিংটা আপ টু মার্ক হয়নি। এখানে আমার উন্নতির জায়গা আছে।’ 

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ বিশ্বকাপের কম্বিনেশন ঠিক করতে পেরেছে। কাকে কোন পজিশনে খেলানো হবে সেই জায়গাও তৈরি হয়েছে। ২০০৭ সালের পর বিশ্বকাপের মূল পর্বে কোনও জয় নেই বাংলাদেশের। এবারও নিজেদের হাতে বাংলাদেশের নিজেদের ভাগ‌্য। 

বিশ্বমঞ্চে ভালো করলে ম‌্যাচ জেতা সম্ভব। সেরা ক্রিকেট খেলতে পারলে প্রতিপক্ষকে হারানো সম্ভব। এই সিরিজের ইতিবাচক দিকগুলো গ্রহণ করে সামনের পথে চেয়ে আছেন বিশ্বের অন‌্যতম সেরা এ ক্রিকেটার, ‘এখন আমাদের ওপরই নির্ভর করছে আমরা বিশ্বকাপে কেমন করি। এই প্রতিযোগিতায় আমরা ব‌্যাপক উন্নতি করেছি যা আমাদের জন‌্য ইতিবাচক। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো তা নিশ্চিত হয়ে গেছি। এটা আমাদের জন‌্য ভালো হয়েছে।’ 

বাছাই পর্ব থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে ম‌্যাচ দিয়ে ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ত্রিদেশীয় সিরিজের ব‌্যর্থতা ভুলে বাংলাদেশ সামনে ভালো করতে পারে কি না সেটাই দেখার। 

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়