ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার সরাসরি চুক্তিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৭ নভেম্বর ২০২২  
এবার সরাসরি চুক্তিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে আফিফ হোসেন ধ্রুবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইয়াসির বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ড্রাফটের বাইরে স্থানীয় খেলোয়াড় হিসেবে আফিফ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।’

আফিফ গত আসরেও চট্টগ্রামের হয়ে খেলছিলেন। এর আগের আসরে চট্টগ্রাম সরাসরি নাসুম আহমেদকে দলে নেয়। এখন পর্যন্ত বিদেশি কাউকে সরাসরি চুক্তিতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি চট্টগ্রাম।

গত আসরে আফিফ ১২ ম্যাচে ২৩২ রান করেন চট্টগ্রামের হয়ে। এ ছাড়া বিপিএলের সব মৌসুম মিলিয়ে ৫০ ম্যাচে করেন ৯৭৫ রান।

আগামী তিন আসরের জন্য ৭টি ফ্র্যাঞ্চাইজিকে স্বত্ব দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়