ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাশরাফির ২৮ বছরের অপেক্ষার পালা ঘোচালেন মেসি-ডি মারিয়ারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৩৪, ১৯ ডিসেম্বর ২০২২
মাশরাফির ২৮ বছরের অপেক্ষার পালা ঘোচালেন মেসি-ডি মারিয়ারা

আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ের সময় যে শিশুর জন্ম হয়েছিল, তার বয়স এখন ৩৬ বছর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ম্যাচ দেখতে পারেননি। দেখার কথাও না। তখন তার বয়স ছিল মাত্র ৩ বছর। ম‌্যারাডোনাকে ভালোবেসে আর্জেন্টিনাকে সমর্থন শুরু তার। আর এখন ছিলেন মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় থাকলেও অবশেষে হলো স্বপ্নপূরণ।

ম্যারাডোনা ও মেসির পাড় ভক্ত মাশরাফির ২৮ বছরের অপেক্ষার পালা অবশেষে ফুরালো। তাইতো তার উল্লাস ছিল বাঁধভাঙা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়ার পর মাথায় সাদা কাপড় বেঁধে, দুই হাতে ড্রাম স্টিক নিয়ে তালে তালে বাজাচ্ছিলেন। সঙ্গে অন্যান্যরা মেসি মেসি বলে স্লোগান দিচ্ছিলেন।

আরো পড়ুন:

আর্জেন্টিনার জয়ের পর মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন ঊদযাপন করতে চাই।’

রোববার রাতে লুইসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যা তাদের ৩৬ বছরের সাধনার ফল। যা লিওনেল মেসির জাদুকরী পায়ের ছোঁয়ায় ধরা দিলো।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়