ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবের সাথে পাগল ভক্তের কাণ্ড

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১২ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:০২, ১২ জানুয়ারি ২০২৩
সাকিবের সাথে পাগল ভক্তের কাণ্ড

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় পুমা ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন এক পাগল ভক্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শো-রুম উদ্বোধন করার পরপরই এক ভক্ত দূর থেকে ছুটে এসে বাংলাদেশের অধিনায়ককে জড়িয়ে ধরার চেষ্ঠা করেন। এই সময় ঘটনাস্থলে মুহূর্তের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে লালখান বাজার এলাকা সড়কের উপর মঞ্চ করে পুমা ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব। রাস্তা বন্ধ করে শত শত সাকিব ভক্তের উপস্থিতিতে এই সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে সাকিব শো-রুমটি উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে মঞ্চের উপস্থাপিকা বক্তব্য রাখার জন্য সাকিবের দিকে মাইক্রোফোন বাড়িয়ে দেওয়ার মুহূর্তেই এক ভক্ত দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। এই সময় পুলিশ ও সাকিবের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত সময়ের মধ্যেই এই যুবককে সরিয়ে নেন। এই সময় মুহূর্তের জন্য সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম/রেজাউল/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়