ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরখাস্তের দুই দিন পরই কোচকে ফেরালো সিরি আ দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৯ জানুয়ারি ২০২৩  
বরখাস্তের দুই দিন পরই কোচকে ফেরালো সিরি আ দল

কেনই বা বরখাস্ত করা হলো, কেনই আবার ফেরানো হলো? সিরি আ দল সালের্নিতানা তাদের কোচকে ছেড়ে দেওয়ার পর আবার তাকেই দায়িত্বে বসানোর পর এই প্রশ্ন উঠতেই পারে। ক্লাব প্রেসিডেন্ট দানিলো ইয়ারভলিনো এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়ার কারণ প্রসঙ্গে বললেন, তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।

আতালান্তার কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর সোমবার ডেভিড নিকোলাকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট বুধবার আবার তাকে ফেরান।

আরো পড়ুন:

ইয়ারভলিনো সংবাদ সম্মেলনে বললেন, ‘কাউকে কতটা ভালোবাসেন, আপনি শুধু তখনই বুঝবেন, যখন সে চলে যাবে। গুঞ্জন উড়িয়ে দেওয়ার জন্য এটাই ছিল একমাত্র পথ। ক্লাবের, খেলোয়াড় ও সবকিছুর ভালোর জন্য একমাত্র সঠিক পথ হচ্ছে কোচকে আরেকটা সুযোগ দেওয়া। তাকে কথা দিতে হয়েছে যে এমন বিব্রতকর হার আর কখনও হবে না।’

১৮ ম্যাচ শেষে সালের্নিতানা ১৬তম স্থানে। শনিবার ঘরের মাঠে নাপোলির বিপক্ষে নিকোলার দ্বিতীয় দফার প্রথম ম্যাচ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়