ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স ও পারটেক্স

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৩  
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স ও পারটেক্স

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির জন্য ম্যাচটা ছিল স্রেফ নিয়মরক্ষার। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে তারা শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। ধারাবাহিক জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আগে থেকেই ছিল সুনিশ্চিত। তবে সুপার লিগের শেষ ম্যাচ জিতে আনন্দ উৎসবের মঞ্চ আরো রঙিন করেছে তারা। 

সোমবার বিকেএসপিতে শেষ ম্যাচে ওল্ডডিওএইচকে ৪ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স। ১৬ ম্যাচে ১৪ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। 

আরো পড়ুন:

No description available.

এদিকে শেষ ম্যাচ জিতে লিগে রানার্সআপ হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পারটেক্স দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠেছে। ১৬ ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট পারটেক্সের। প্রিমিয়ার লিগে খেলতে তাদের শেষ ম্যাচ জিততেই হতো। হেরে গেলে পয়েন্ট থাকতো ২০। তাদের টপকে দুইয়ে উঠে যেতো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ১৬ ম্যাচে ১০ জয় ও ১ বাড়তি পয়েন্টে তাদের মোট অর্জন ২১। 

No description available.

প্রতিযোগিতায় এবার সেরা ব্যাটসম্যান হয়েছেন ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের আশফাক আহমেদ রোহান। বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ইনিংসে ৫৫১ রান করেছেন, গড় ৩৪.৪৪। এছাড়া বল হাতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বাঁহাতি স্পিনার ৩৭ উইকেট নিয়ে হয়েছেন সেরা বোলার। ১৫ ইনিংসে ১৩.৭৬ গড়ে এ সাফল্য পেয়েছেন। যেখানে ইকোনমি ছিল ৩.৮৭।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়