ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

পুনর্বাসন শুরুর অপেক্ষায় সাকিব, তাসকিনকে নিয়ে নতুন খবর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৭ জুন ২০২৩   আপডেট: ২০:৪৮, ৭ জুন ২০২৩
পুনর্বাসন শুরুর অপেক্ষায় সাকিব, তাসকিনকে নিয়ে নতুন খবর

আয়ারল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবি থেকে বলা হয়েছিল, তার তর্জনীতে চিড় ধরা পড়েছে। যা সেরে উঠতে ছয় সপ্তাহ লাগবে। ছয় সপ্তাহ শেষের পথে। সামনেই শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী। সঙ্গে মাত্রই ইনজুরি থেকে ফেরা তাসকিনকে নিয়েও নতুন খবর দিয়েছেন তিনি।

গত ১২ মে আয়ারল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে ব‌্যাথা পান সাকিব। পরবর্তীতে ফিল্ডিং করেছেন। ব‌্যাটিংও করেছেন। তাতে চোট আরও বেড়েছে। চোট নিয়ে সাকিব বেঞ্চে বসে তৃতীয় ওয়ানডে দেখেন। এরপর উড়াল দেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার দেশে ফিরে সাকিব গিয়েছিলেন মিরপুরে। সেখানে নিজের আঙুল দেখিয়েছেন চিকিৎসকদের। তার আঙুলে এখনো ব‌্যান্ডেজ করা। কিছুদিন পর তা খুলবে।

সাকিবের ইনজুরি নিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘সাকিবের ফ্র‍্যাকচারের তো এক মাস হতে চললো। নিয়ম অনুযায়ী আমরা ওর একটা চেক এক্স-রে করব। এরপর ফ্র‍্যাকচারের বর্তমান অবস্থাটা দেখব। ওটার ওপর নির্ভর করে আমরা পরের রিহ্যাবিলিটেশন প্ল্যান ঠিক করব।’

এদিকে তাসকিন মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন। তাকে টেস্ট দলে রাখায় আলোচনা হচ্ছে। বিশ্বকাপের বছরে তাকে যত্নে ব‌্যবহার করার কথা। সেখানে পাঁচ দিনের টেস্টে তাকে রাখায় বিস্মিত অনেকেই। তবে তাকে স্কোয়াডে রাখা মানেই যে একাদশে রাখা হচ্ছে বিষয়টা এমন না। বিসিবির চিকিৎসা বিভাগ থেকে ছাড়পত্র পেলেই তাকে টেস্ট খেলাবে টিম ম‌্যানেজেন্ট।

দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট দেখা হচ্ছে। তাসকিন যখন তার অপটিমাম ওয়ার্ক লোড এচিভ করবে, তখনই ও খেলার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। ও যেহেতু অনেক দিন বোলিং করেনি। বোলিং না করলে তো বোলিং ওয়ার্ক লোড আসবে না। একটা অপটিমাম লেভেল অব ওয়ার্কলোড ওর লাগবে। এটা পুরোপুরি সফটওয়্যার বেজড একটা প্রোগ্রাম। সফটওয়্যারে ইনপুট দেওয়া হচ্ছে। সফটওয়্যারই আমাদের বলে দেবে ও কোন জোনে আছে। ও যদি গ্রিন জোনে থাকে তাহলে খেলার জন্য এলাও করা হবে।’

এদিকে মাঠে নামার আগে শতভাগ প্রস্তুত হতে আত্মবিশ্বাসী তাসকিন, ‘পুরোদমে ট্রেনিং নিচ্ছি এবং টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আমি মনে করি প্রস্তুত হয়ে যাবো।’

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়