ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাহানে-শার্দুলের ব্যাটে ফলোঅন এড়ালো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৯ জুন ২০২৩  
রাহানে-শার্দুলের ব্যাটে ফলোঅন এড়ালো ভারত

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৯৬ রানের জবাবে ভারত অলআউট হয়েছে ২৯৬ রানে। অস্ট্রেলিয়া লিড পেয়েছে ১৭৩ রানের।

আজ ফাইনালের তৃতীয় দিনে আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের ব্যাটে কোনোরকমে ফলোঅন এড়িয়েছে রোহিত বাহিনী। রাহানে ১১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন। আর শার্দুল ৬ চারে করেন ৫১ রান। তারা দুজন আজ প্রতিরোধ গড়ে সপ্তম উইকেটে ১০৯ রান তোলেন। তাতে ফলোঅন (২৭০ রান) এড়াতে পারে ভারত।

আরো পড়ুন:

দ্বিতীয় দিনে ১৫২ রানে ৬ উইকেট হারানোর পর তাদের দুজনের ব্যাটে ২৬১ পর্যন্ত যায় মেন ইন ব্লুরা। এই রানের মাথায় ফেরেন রাহানে। এরপর দলীয় সংগ্রহে আর ৩৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ভারত। তারা দুজন ছাড়া উমেশ ৫, মোহাম্মদ শামি ১৩ ও মোহাম্মদ সিরাজ শনূর‌্যানে অপরাজিত থাকেন।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, স্কট বোলান্ড ও ক্যামেরন গ্রিন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়