ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মেসিই হবে বর্ষসেরা ফুটবলার’ – হালান্ডের কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১২:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৩
‘মেসিই হবে বর্ষসেরা ফুটবলার’ – হালান্ডের কোচ

চলতি বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’র জেতার দৌড়ে লিওনেল মেসির সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আরলিং হালান্ড। তবে হালান্ডের হাতে এই পুরস্কার দেখছেন না নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তার মতে, আরেকবার মেসির হাতেই উঠতে যাচ্ছে বর্ষসেরার পুরস্কার।

নরওয়েজীয়ান গণমাধ্যম ভিজিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোলবাক্কেন বলেন, ‘আপনি যদি জানতে চান, কে জিতবে বলে আমি মনে করি। তাহলে আমি বলবো মেসিই জিতবে এটা। তার বিশ্বকাপ জয়ের জন্য ধন্যবাদ। এখনও এর (বিশ্বকাপ জয়ের) প্রভাব আছে।’

আরো পড়ুন:

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন মেসি।  জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ ও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। এদিকে সিটির হয়ে ট্রেবল জিতেছেন হালান্ড।  তবে হালান্ড নিজের পা মাটিতেই রাখছেন।

কোচের সঙ্গে সুর মিলিয়ে হালান্ড বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। আমি অবশ্যই দৌড়ে থাকবো। তাই বলে কি আমি সেরা? হয়তো হতে পারি। আমি জানি আমাকে আরও উন্নতি করতে হবে। এখনও বয়স কম। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি এই বছর আমার সুযোগ আছে।’

এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ী মেসির সামনে ৮ম পুরস্কারটি শোকেসে তোলার সুযোগ। তবে তার সঙ্গে লড়াইয়ের জন্য হালান্ড ছাড়াও আছেন আরও ২৮ জন। এই তালিকায় আছেন সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপে, কেভিন ডি ব্রুইন ও ভিনিসিয়াস জুনিয়র। 

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ব্যালন ডি অ’র ২০২৩–এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৩০ অক্টোবর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়