ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকেই আরিফের ফাইফারে ঢাকা মেট্রোর দারুণ জয় 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৪০, ১৫ অক্টোবর ২০২৩
অভিষেকেই আরিফের ফাইফারে ঢাকা মেট্রোর দারুণ জয় 

পারলো না সিলেট । ফাইল ছবি

হাতে এক দিন পুরোটা, লক্ষ্যও বেশি না। মাত্র ২০৫। কিন্তু সিলেটের জন্য এই লক্ষ্য হয়ে দাঁড়ায় পাহাড়সম। আরিফ আহমেদের স্পিন ভেলকিতে কোনোমতে টেনেটুনে শতরান পার করে চায়ের নগরীর দলটি। দারুণ জয় নিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শুরু করলো ঢাকা মেট্রো। 

ঘরের মাঠে চতুর্থ ইনিংসে ২০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয় সিলেট। ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। বাঁহাতি স্পিনার আরিফ একাই নিয়েছেন ৫ উইকেট। ১৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে নিজের অভিষিক্ত প্রথম শ্রেণীর ম্যাচেই ফাইফারের কীর্তি গড়েন আরিফ। এর আগে ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে আরিফ নেন ৩১ উইকেট। 

আরো পড়ুন:

আরিফ ছাড়াও বাকি বোলাররা দারুণ বোলিং করেন। আবু হায়দার রনি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও কাজী অনিক ইসলাম। দুই ইনিংস মিলিয়ে আরিফ নেন ৭ উইকেট। বল হাতে দুই ইনিংসে ৬ উইকেট ও ব্যাট হাতে ৫১ রান করে ম্যাচসেরা হন রনি।

ব্যাটিং করতে নেমে শূন্য রানেই উইকেট হারিয়ে বসে সিলেট। পরের দুই ব্যাটারও ফেরেন ২ ও ০ রানে। শুরুর তিন ব্যাটারের এমন পারফরম্যান্সে বিপাকে পড়ে দলটি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। 

মাঝে লড়াই চালিয়ে যান ইমতিয়াজ হোসেন, আসাদুল্লাহ আল গালিব ও জাকের আলী অনিক। কিন্তু থিতু হয়ে তারা সাজঘরে ফেরায় জয়ের কাছেও যেতে পারেনি সিলেট। সর্বোচ্চ ২৯ রান আসে অনিকের ব্যাট থেকে। এ ছাড়া ইমতিয়াজ ২৫, গালিব ২৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। 

টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা প্রথম ইনিংসে ২৪৩ রান করে। জবাবে জাকির হাসানের সেঞ্চুরিতে ২৫১ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে ৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ২১২ রান করে ঢাকা। সিলেট সামনে লিড দাঁড়ায় ২০৪। কিন্তু সেটির কাছে যেতেও ব্যর্থ হয় তারা। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়