ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

গালাতাসারাইকে হারিয়ে বায়ার্নের ‘হ্যাটট্রিক’ জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৫ অক্টোবর ২০২৩  
গালাতাসারাইকে হারিয়ে বায়ার্নের ‘হ্যাটট্রিক’ জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত গতিতে ছুটছে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বায়ার্ন এবার গালাতাসারাইকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে তুলে নিলো ‘হ্যাটট্রিক’ জয়। বায়ার্নের হয়ে গোল তিনটি করেন কিংসলে কোমান, হ্যারি কেইন ও জামাল মুসিয়ালা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ইস্তান্বুলের রামস পার্ক স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। লেরয় সানের পাস ধরে জাল খুঁজে নেন কোমান। গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় গালাতাসারাই। ৩০তম মিনিটে সফল হয় তারা।

বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে ফাউল করেন জসুয়া কিমিখ। আর তাতেই পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পেনাল্টি থেকে সমতা ফেরান ইকার্দি। এরপর আরও দুইটি সুযোগ মিস করে বায়ার্ন। তাতে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ফল আসে ৭৪তম মিনিটে। বায়ার্নকে এগিয়ে নেন ইংলিশ তারকা হ্যারি কেইন। সতীর্থের পাস ব্যাক ফ্লিকে জাল খুঁজে নিতে চেয়েছিলেন কেইন, তা বাধা পেলেও ফের বল পেয়ে যান তিনি। এবার আর ভুল নয়, নিখুঁত শটে জাল কাঁপিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড।

গালাতাসারাইয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুসিয়ালা। ৭৯তম মিনিটে কেইনের পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার। গোলরক্ষকের ঠাঁই দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। আর তাতেই ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

এ নিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও মজবুত করলো টমাস টুখেলের দল। এদিকে গ্রুপ পর্বে প্রথম হারের স্বাদ পাওয়া গালাতাসারাই ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়