ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হালান্ডের জোড়া গোলে জয়ের ধারা বজায় রাখলো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ অক্টোবর ২০২৩  
হালান্ডের জোড়া গোলে জয়ের ধারা বজায় রাখলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আরলিং হালান্ডের কাছে গোল যেন সোনার হরিণ। অবশেষে চ্যাম্পিয়নস লিগে এসে জোড়া গোলের মুখ দেখলেন নরওয়েজিয়ান তারকা। হালান্ডের জোড়া গোলের রাতে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে সিটি। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। সুবিধা করতে পারেনি প্রতিপক্ষও। তাতে সবগুলো গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। 

আরো পড়ুন:

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। তবে হেড লক্ষ্যে রাখতে পারেননি রদ্রি। এরপর মাথিয়াস নুনেজের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ২৪তম মিনিটে হালান্ডও পথ হারান। ৩৩তম মিনিটে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নুনেজকে আরেকবার হতাশায় ডোবায় ইয়াং বয়েজ। 

প্রথমার্ধে গোল মিসের মহড়ায় গোলশূন্য সমতায় শেষ হয় লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সিটি। ৪৮তম মিনিটে রদ্রির ক্রসে রুবেন দিয়াজের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকেনজি।

অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। ৫২তম মিনিটেই সমতা ফেরায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সের বাইরে থেকে লব শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মেশাক এলিয়া। তবে ১২ মিনিট পরই এগিয়ে যায় সিটিজেনরা।

বক্সে রদ্রিকে ফাউল করেন প্রতিপক্ষ খেলোয়াড়। পেনাল্টির বাঁশি বাজাতে দেরী করেননি রেফারি। সফল স্পট কিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল করেন হালান্ড। ৭৪তম মিনিটে বল জালে পাঠালেও হ্যান্ড বলের জন্য গোলবঞ্চিত হন জুলিয়ান আলভারেজ। 

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে চমৎকার গোলে ব্যবধান ৩-১ করেন হালান্ড। বক্সে জায়গা বানিয়ে ডান পায়ের শটে ওপরের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন নরওয়ের তারকা। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে গেল মৌসুমের ট্রেবলজয়ীরা।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ। ইয়াং বয়েজ ও বেলগ্রেডের ১ পয়েন্ট করে। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়